Lottery : ৩০ টাকার একটা কাগজের টুকরো! বদলে দিল জীবন! দিনমজুরের বিশ্বাসই হচ্ছে না
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Dear Lottery- একটা ৩০ টাকা মূল্যের কাগজের টুকরোই পাল্টে দিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের চলুন গ্রাম আশ্রমবাজারের দিনমজুর তপন রায়ের ভাগ্য। রাতারাতি তিনি হয়ে গেলেন কোটিপতি।
দক্ষিণ দিনাজপুর : দিনভর আটার মিলে কর্মচারীর কাজ। তাতে যা স্বল্প আয়, তা দিয়েই কোনওরকমে চলছিল সংসার। নুন আনতে পান্তা ফুরানো সংসারের ছেলে তপন রায় রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।
একটা ৩০ টাকা মূল্যের কাগজের টুকরোই পাল্টে দিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের চলুন গ্রাম আশ্রমবাজারের দিনমজুর তপন রায়ের ভাগ্য। শিলিগুড়ির মাটিগাড়ার এক আটার মিলে দিনমজুরের কাজ করেন তিনি। জানা গেছে, নাগাল্যান্ডের ডিয়ার কোম্পানির একটি ৬ সিরিজের ৩০ টাকা দিয়ে লটারি কিনেছিলেন তিনি। আর কাটা মাত্রই কপাল ফিরে যায় তপন বাবুর।
advertisement
কোটিপতি হওয়ার পর তপন রায় জানান, “ভাল বাড়ি করব, জমি কিনে চাষ করব, আর দিনমজুরি করতে হবে না। পরিবারকে আর কষ্টে থাকতে হবে না। প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।”
advertisement
আরও পড়ুন- ভাতার টাকায় রাস্তা সংস্কার! এমন জনপ্রতিনিধি কবে দেখেছেন?
তপনের বাবা বিপুল রায় বলেন, “ছেলের এই জয়ে আমাদের দুঃখের দিন শেষ হল। এখন আর চিন্তার কোন কারণ থাকবে না।” তপনের পরিবারে রয়েছেন তাঁর বাবা বিপুল রায়, মা শোভা রায়, ঠাকুমা, দাদু। মাটির একখানা ঘরে দুটি রুমেই দীর্ঘদিন ধরে কষ্টের সঙ্গে বসবাস করতেন তাঁরা। বিগত সাত বছর ধরে বাবার সঙ্গে শিলিগুড়িতে গিয়ে আটার মিলে দিনমজুরের কাজ করতেন তপন।
advertisement
এর পরেই লটারিতে বিপুল পুরস্কার জিতে তপনবাবু ফিরে আসেন নিজের বাড়ি গঙ্গারামপুরে। সেখানে পৌঁছতেই গঙ্গারামপুর থানায় গিয়ে লটারি টিকিট দেখিয়ে সাধারণ ডায়েরিও করেন তিনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা তপন ও তাঁর পরিবার। তপনের ‘জয়ে’ খুশি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয়রাও।
-সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery : ৩০ টাকার একটা কাগজের টুকরো! বদলে দিল জীবন! দিনমজুরের বিশ্বাসই হচ্ছে না