নদী ভাঙনে বিপর্যস্ত মালদা, মুর্শিদাবাদ! কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

Last Updated:

নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে। তাই এবার নিজের উদ্যোগে রাজ্য সরকার মালদহের বন্যা কবলিত স্থানকে বিপদের মুখ থেকে টেনে আনতে অগ্রসর হল।

* নদী ভাঙ্গনে বিপর্যস্ত মালদা মুর্শিদাবাদ। কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর।
* নদী ভাঙ্গনে বিপর্যস্ত মালদা মুর্শিদাবাদ। কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর।
কলকাতা: নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে। তাই এবার নিজের উদ্যোগে রাজ্য সরকার মালদহের বন্যা কবলিত স্থানকে বিপদের মুখ থেকে টেনে আনতে অগ্রসর হল। মুর্শিদাবাদের সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধুলিয়ান, সামশেরগঞ্জ, লালগোলা ও ভগবানগোলায় অনেক জমি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। ১৬০০ হেক্টরের বেশি জলের তলায় চলে গেছে।
মুখ্যমন্ত্রী বলেন, ”কেন্দ্রকে ১৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছি। ওরা কোনও খরচ করছে না। ফরাক্কার জন্য টাকা পাই সেই টাকা দেয়নি। ৮০০ কোটি টাকা দিয়ে ভাঙন প্রতিরোধে কাজ করেছি আরও ১৭৫ কোটি টাকার কাজ হবে।”
তিনি জানান, ৪৩৯ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে ১৬ লাখ ৭৮ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে আগামিদিনে। ১৩৮৬ কোটি টাকা খরচ করে ৭ লক্ষ ৮ হাজার বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এই বন্যা কবলিত এলাকাকে উদ্ধার করতে ইতিমধ্যেই রাজ্য সেচ দফতর একাধিক সার্ভে করেছে। কিন্তু রাজ্যের পক্ষে সম্ভব হচ্ছে না বাঁধ নির্মাণ করে পরিস্থিতিকে সামাল দেওয়ার।
advertisement
advertisement
সেই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন। কালিয়াচক ২ ব্লকের পঞ্চনন্দপুর সংলগ্ন কেবি ঝাউবোনা গ্রাম পঞ্চায়েতের পুরোটাই তলিয়ে গেছে গঙ্গায় । কিন্তু কোনও স্থায়ী সমাধান আজও মেলেনি। বোল্ডার ফেলে কোনওরকমে ভাঙন আটকানোর কাজ চলে।
advertisement
গঙ্গা-ফুলহর-মহানন্দা ঘেরা মালদা জেলা। কাগজে-কলমে এই জেলার আয়তন ৩৭৩৩ বর্গ কিলোমিটার। মৌজার সংখ্যা ১৮১৪। গ্রাম পঞ্চায়েত রয়েছে ১৪৬’টি । কিন্তু বাস্তবে এই হিসাব মেলে না। সত্তরের দশক থেকে গঙ্গা ভাঙন এই হিসাবের অনেকটাই ওলট-পালট করে দিয়েছে । একাধিক মৌজার সঙ্গে পুরো একটি গ্রাম পঞ্চায়েত চলে গিয়েছে গঙ্গা গর্ভে। একই চেহারা মুর্শিদাবাদেও। ইতিমধ্যেই রাজ্যের তরফে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদী ভাঙনে বিপর্যস্ত মালদা, মুর্শিদাবাদ! কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement