Higher Secondary Result: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ভাল ফল! নরেন্দ্ররপুরের পাশাপাশি সফল সোনারপুর বিদ্যাপীঠ

Last Updated:

তন্ময় পতি। সোনারপুরের ফুলেরহাট বাড়ি। মাধ্যমিকে সপ্তম হয়েছিল। উচ্চমাধ্যমিকে পঞ্চম। প্রাপ্ত নম্বর ৪৯৩। ভবিষ্যতে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে

+
সোনারপুর

সোনারপুর বিদ্যাপীঠ

সোনারপুর: মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক প্রতিটি পরীক্ষায় মেধা তালিকায় নাম থাকে বরাবরই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আর এবার নরেন্দ্রপুর এর পাশাপাশি মেধাতালিকায় মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক নাম উঠে এসেছে সোনারপুরের বিদ্যাপীঠ স্কুলের। গত কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আর তাতেই দক্ষিণ চব্বিশ পরগনার জেলার প্রথম এবং রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছিল এই স্কুল। আর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলে পঞ্চম তার অধিকার করল। গত ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিল সোনারপুরের বাসিন্দা তন্ময় পতি।উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও মেধা তালিকা স্থান করে নিলসোনারপুরের তন্ময়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে সোনারপুরের ফুলের হাট এলাকার বাসিন্দা তন্ময় পতি।
তন্ময়ের প্রাপ্ত নম্বর ৪৯৩ সোনারপুর বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের ছাত্র তন্ময়। তন্ময়ের স্বপ্ন ভবিষ্যতের ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার। তন্ময়ের এই সাফল্যে খুশি তন্ময়ের পরিবার। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল পরীক্ষা। শেষ হয়েছিল ১৮ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিন পর ফল প্রকাশ করল সংসদ।এ বিষয়ে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার কারী ছাত্র তন্ময় জানান, এতো ভালো রেজাল্ট হবে আমি ভাবতে পারিনি। আমি মূলত সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তাতেই এত ভাল রেজাল্ট হবে আমি সত্যি ই আপ্লুত। আমার পরিবার এবং আমার গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষকদের আমার এই সাফল্যের পিছনে অবদান রয়েছে অপরিসীম।
advertisement
advertisement
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলা দেখতে আমার বেশি আগ্রহ লাগে। ফুটবল ক্রিকেট দুটো খেলাই আমি সময় পেলেই দেখি। ভবিষ্যতে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে আমার।
ছেলের এই সাফল্যে খুশি তন্ময়ের মা তনুশ্রী পতি পুরকাইত, ছেলের এই সাফল্যে আমি খুব খুশি মাধ্যমিক পরীক্ষায়ও তন্ময় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমরা আশা করেছিলাম ভালফলাফল করবে কিন্তু উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান পাওয়ায় ছেলের এই সাফল্যে আমি খুব খুশি।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Result: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ভাল ফল! নরেন্দ্ররপুরের পাশাপাশি সফল সোনারপুর বিদ্যাপীঠ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement