ইট-বালি থেকে কলেজে ভর্তি, বাংলায় চলছে সিন্ডিকেট রাজ ! সভায় বিস্ফোরক মোদি
Last Updated:
বেলা ১২টা বেজে ৫০ মিনিট ৷ মেদিনীপুর কলেজ মাঠ তখন মোদি-মোদি কলরবে গমগম করছে ৷ শস্যের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির পরই প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধন জানানোর পরিকল্পনা করে বিজেপি ৷
#মেদিনীপুর: বেলা ১২টা বেজে ৫০ মিনিট ৷ মেদিনীপুর কলেজ মাঠ তখন মোদি-মোদি কলরবে গমগম করছে ৷ শস্যের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির পরই প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধন জানানোর পরিকল্পনা করে বিজেপি ৷ সেই পরিকল্পনা মতনই আজ বাংলায় এসে পৌঁছান মোদী ৷ তবে, লক্ষ্য একটাই ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলা দখল ৷ সেই উদ্দেশেই বাংলার মানুষের মনে তৃণমূলের প্রভাবে ফাটল ধরাতে সচেষ্ট হলেন মোদি ৷ তাই ‘সিন্ডিকেট রাজ’-কে হাতিয়ার করেই এবার রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুললেন মোদি ৷
২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে মোদি ৷ একইসঙ্গে রাজ্যের কৃষকদের উদ্দেশেও ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেন মোদি ৷ কিন্তু সেই ভাষণের বেশিরভাগ অংশজুড়েই ছিল ‘সিন্ডিকেট রাজ’ প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী বলেন,
মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷ বিরোধীদের খুনেও সিন্ডিকেটের সাহায্য ৷ বাংলার পরম্পরাকে অপমান করছে সিন্ডিকেট ৷ সিন্ডিকেটকে মদত দিয়ে চলেছে তৃণমূল ৷ কলেজে ভরতিতেও সিন্ডিকেটরাজ চলে ৷ সেটাও ঠিক করে দেয় সিন্ডিকেট ৷ ইট, বালি, পাথর কোথা থেকে আসবে ? সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ ৷ রাজ্য সরকারের মদতে রাজ্যজুড়ে সিন্ডিকেটরাজ চলছে ৷ ভোট-ব্যাঙ্ক টিকিয়ে রাখতে সিন্ডিকেট ৷ পশ্চিমবঙ্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে ৷

advertisement
advertisement
সম্প্রতি কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে শহরের বেশ কিছু কলেজ ৷ কলেজে ভর্তির নামে রীতিমত তোলাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে ৷ কলেজে ভর্তির জন্য কেউ টাকা চাইছেন ৷ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন টাকার বিনিময়ে নির্দিষ্ট কোনও বিভাগে ভর্তি করিয়ে দেওয়ারও ৷ এমনকী, সেই সমস্ত ক্ষেত্রে বারবার নাম জড়াচ্ছে ছাত্র সংগঠনেরই ৷ আর সেই সমস্ত বিষয় যে প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি এদিনের সভায় তা স্পষ্ট ৷
advertisement
মেদিনীপুরের এই সভার আজ উপলক্ষ ছিল কৃষক ৷ কিন্তু সেই উপলক্ষ নামমাত্র ৷ কৃষক সভার আদ্যোপান্তে শুধু তৃণমূলকেই আক্রমণ করে গিয়েছেন মোদি ৷ একের পর এক বিষয় তুলে তৃণমূলকে আক্রমণ করাই ছিল এই সভার একমাত্র লক্ষ্য ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইট-বালি থেকে কলেজে ভর্তি, বাংলায় চলছে সিন্ডিকেট রাজ ! সভায় বিস্ফোরক মোদি