ইট-বালি থেকে কলেজে ভর্তি, বাংলায় চলছে সিন্ডিকেট রাজ ! সভায় বিস্ফোরক মোদি

Last Updated:

বেলা ১২টা বেজে ৫০ মিনিট ৷ মেদিনীপুর কলেজ মাঠ তখন মোদি-মোদি কলরবে গমগম করছে ৷ শস্যের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির পরই প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধন জানানোর পরিকল্পনা করে বিজেপি ৷

#মেদিনীপুর: বেলা ১২টা বেজে ৫০ মিনিট ৷ মেদিনীপুর কলেজ মাঠ তখন মোদি-মোদি কলরবে গমগম করছে ৷ শস্যের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির পরই প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধন জানানোর পরিকল্পনা করে বিজেপি ৷ সেই পরিকল্পনা মতনই আজ বাংলায় এসে পৌঁছান মোদী ৷ তবে, লক্ষ্য একটাই ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলা দখল ৷ সেই উদ্দেশেই বাংলার মানুষের মনে তৃণমূলের প্রভাবে ফাটল ধরাতে সচেষ্ট হলেন মোদি ৷ তাই ‘সিন্ডিকেট রাজ’-কে হাতিয়ার করেই এবার রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুললেন মোদি ৷
২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে মোদি ৷ একইসঙ্গে রাজ্যের কৃষকদের উদ্দেশেও ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেন মোদি ৷ কিন্তু সেই ভাষণের বেশিরভাগ অংশজুড়েই ছিল ‘সিন্ডিকেট রাজ’ প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী বলেন,
মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷ বিরোধীদের খুনেও সিন্ডিকেটের সাহায্য ৷ বাংলার পরম্পরাকে অপমান করছে সিন্ডিকেট ৷ সিন্ডিকেটকে মদত দিয়ে চলেছে তৃণমূল ৷ কলেজে ভরতিতেও সিন্ডিকেটরাজ চলে ৷ সেটাও ঠিক করে দেয় সিন্ডিকেট ৷ ইট, বালি, পাথর কোথা থেকে আসবে ? সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ ৷ রাজ্য সরকারের মদতে রাজ্যজুড়ে সিন্ডিকেটরাজ চলছে ৷ ভোট-ব্যাঙ্ক টিকিয়ে রাখতে সিন্ডিকেট ৷ পশ্চিমবঙ্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে ৷
advertisement
advertisement
সম্প্রতি কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে শহরের বেশ কিছু কলেজ ৷ কলেজে ভর্তির নামে রীতিমত তোলাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে ৷ কলেজে ভর্তির জন্য কেউ টাকা চাইছেন ৷ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন টাকার বিনিময়ে নির্দিষ্ট কোনও বিভাগে ভর্তি করিয়ে দেওয়ারও ৷ এমনকী, সেই সমস্ত ক্ষেত্রে বারবার নাম জড়াচ্ছে ছাত্র সংগঠনেরই ৷ আর সেই সমস্ত বিষয় যে প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি এদিনের সভায় তা স্পষ্ট ৷
advertisement
মেদিনীপুরের এই সভার আজ উপলক্ষ ছিল কৃষক ৷ কিন্তু সেই উপলক্ষ নামমাত্র ৷ কৃষক সভার আদ্যোপান্তে শুধু তৃণমূলকেই আক্রমণ করে গিয়েছেন মোদি ৷ একের পর এক বিষয় তুলে তৃণমূলকে আক্রমণ করাই ছিল এই সভার একমাত্র লক্ষ্য ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইট-বালি থেকে কলেজে ভর্তি, বাংলায় চলছে সিন্ডিকেট রাজ ! সভায় বিস্ফোরক মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement