সিউড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে উদ্ধার চারটি মোবাইল ফোন !

Last Updated:

পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়েই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ চেকিং করা হচ্ছিল ৷ আর তখনই ধরা পড়ে ওই মোবাইল ফোনগুলি।

#সিউড়ি,বীরভূম: সিউড়ির চন্দ্রগতি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার চারটি মোবাইল ফোন। এর মধ্যে তিনটি মোবাইল ফোন উদ্ধার সিউড়ি থানা এলাকার আড্ডা হাই স্কুলের পরীক্ষার্থীদের কাছে ৷ অন্য একটি মোবাইল ফোন উদ্ধার হয় সিউড়ির পানুরিয়া হাই স্কুলের পরীক্ষার্থীর কাছে।
এই দুটি স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছিল সিউড়ির চন্দ্রগতি হাইস্কুলে। গেটে ঢোকার সময়ই উদ্ধার হয় চারটি মোবাইল। মঙ্গলবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষার পরপরই বেশি করে সতর্ক করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার সময় কর্তব্যরত কর্মীদের। সেইমতো বুধবার বীরভূমের সমস্ত স্কুলে ছিল কড়া নিরাপত্তা।
পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়েই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ চেকিং করা হচ্ছিল ৷ আর তখনই ধরা পড়ে ওই মোবাইল ফোনগুলি। যেহেতু মাধ্যমিক পরীক্ষার আগে মোবাইল ফোন উদ্ধার হয় ৷ তাই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে ঠিকই ৷ তবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে আগামী পরীক্ষার সময় যেন তারা মোবাইল ফোন না আনে। অন্যদিকে আজ, বৃহস্পতিবার থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বীরভূমের ৫টি ব্লকে বন্ধ থাকবে ইন্টারনেট সিদ্ধান্ত বীরভূম জেলা প্রশাসনের।
advertisement
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে উদ্ধার চারটি মোবাইল ফোন !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement