সিউড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে উদ্ধার চারটি মোবাইল ফোন !

Last Updated:

পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়েই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ চেকিং করা হচ্ছিল ৷ আর তখনই ধরা পড়ে ওই মোবাইল ফোনগুলি।

#সিউড়ি,বীরভূম: সিউড়ির চন্দ্রগতি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার চারটি মোবাইল ফোন। এর মধ্যে তিনটি মোবাইল ফোন উদ্ধার সিউড়ি থানা এলাকার আড্ডা হাই স্কুলের পরীক্ষার্থীদের কাছে ৷ অন্য একটি মোবাইল ফোন উদ্ধার হয় সিউড়ির পানুরিয়া হাই স্কুলের পরীক্ষার্থীর কাছে।
এই দুটি স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছিল সিউড়ির চন্দ্রগতি হাইস্কুলে। গেটে ঢোকার সময়ই উদ্ধার হয় চারটি মোবাইল। মঙ্গলবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষার পরপরই বেশি করে সতর্ক করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার সময় কর্তব্যরত কর্মীদের। সেইমতো বুধবার বীরভূমের সমস্ত স্কুলে ছিল কড়া নিরাপত্তা।
পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়েই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ চেকিং করা হচ্ছিল ৷ আর তখনই ধরা পড়ে ওই মোবাইল ফোনগুলি। যেহেতু মাধ্যমিক পরীক্ষার আগে মোবাইল ফোন উদ্ধার হয় ৷ তাই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে ঠিকই ৷ তবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে আগামী পরীক্ষার সময় যেন তারা মোবাইল ফোন না আনে। অন্যদিকে আজ, বৃহস্পতিবার থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বীরভূমের ৫টি ব্লকে বন্ধ থাকবে ইন্টারনেট সিদ্ধান্ত বীরভূম জেলা প্রশাসনের।
advertisement
advertisement
Supratim Das
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে উদ্ধার চারটি মোবাইল ফোন !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement