Kultali Royal Bengal Tiger: একশো বোমার শব্দেও নড়ল না কুলতলির বাঘ! ডাক পড়ল দমকলের

Last Updated:

গত কয়েকদিন ধরেই কুলতলির গোপালগঞ্জে বাঘের আতঙ্ক ছড়িয়েছে৷ লোকালয় লাগোয়া জঙ্গল থেকে বাঘের গর্জনও শোনা যাচ্ছে (Kultali Royal Bengal Tiger)৷

বাঘ ধরতে ছাগলের টোপ দিয়েও লাভ হয়নি৷
বাঘ ধরতে ছাগলের টোপ দিয়েও লাভ হয়নি৷
#কুলতলি: জাল দিয়ে জঙ্গল ঘিরে একশোর উপরে বোমা ফাটানো হল৷ আশা ছিল বোমার শব্দে বাঘ বেরিয়ে এলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হবে (Kultali Royal Bengal Tiger)৷ কিন্তু পরের পর বোমা ফাটিয়েও কুলতলির জঙ্গলে বাঘের দেখা পাওয়া যায়নি৷ ফলে ভেস্তে গিয়েছে বন দফতরের পরিকল্পনা৷ ফলে, এ দিনের মতো বাঘ ধরার পরিকল্পনায় ইতি টানল বন দফতর৷
গত কয়েকদিন ধরেই কুলতলির (Kultali) গোপালগঞ্জে বাঘের আতঙ্ক ছড়িয়েছে৷ লোকালয় লাগোয়া জঙ্গল থেকে বাঘের গর্জনও শোনা যাচ্ছে৷ বাঘ দেখার দাবি করেছেন বেশ কয়েকজন গ্রামবাসী৷ তার পরেও ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতেও বাঘকে ধরা যায়নি৷ বাঘকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার জন্য বন দফতরের তরফে বিশেষজ্ঞদেরও জঙ্গলে নিয়ে এসে তৈরি রাখা হয়েছে৷ কিন্তু এত চেষ্টার পরেও সামনে আসেনি রয়্যাল বেঙ্গল৷
advertisement
advertisement
বাঘ ধরতে মঙ্গলবার সকাল থেকে ফের নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বন দফতর৷ মুখ্য বন আধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘের গতিবিধি বুঝতে জঙ্গলের ভিতরে ক্যামেরা লাগানো হচ্ছে। ড্রোনের মাধ্যমে বাঘের অবস্থান বোঝারও চেষ্টা করা হবে। পাশাপাশি বাঘকে জঙ্গল থেকে বের করতে দমকলের সাহায্যে জল কামান চালানোরও পরিকল্পনা চলছে। এর পাশাপাশি, দুটি খাঁচাও পেতে রাখা থাকবে।
advertisement
মিলন মণ্ডল বলেন, 'ছোট জায়গার মধ্যে বাঘটিকে সীমাবন্ধ করে রাখা হয়েছে৷ বাঘটি এক জায়গাতেই বসে আছে৷ আমরা ওকে নড়ানোর চেষ্টা করছি৷ দিনের আলো যতক্ষণ থাকছে, ততক্ষণ ঘুমপাড়ানি গুলি ছোড়ার জন্য কর্মীরা থাকছেন৷ আগামিকাল দমকলের হোস পাইপ ব্যবহার করেও বাঘটিকে নড়ানোর চেষ্টা করা হবে৷ '
advertisement
বাঘ ধরতে কুলতলিতে প্রায় শতাধিক বনকর্মীকে পাঠানো হয়েছে৷ জঙ্গলের যে অংশে বাঘ রয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেই জায়গার চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ নদী পথে ছ'টি লঞ্চে করে জঙ্গলের মধ্যে বাঘ কোথায় রয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে৷
Arpan Mondal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kultali Royal Bengal Tiger: একশো বোমার শব্দেও নড়ল না কুলতলির বাঘ! ডাক পড়ল দমকলের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement