#কুলতলি: জাল দিয়ে জঙ্গল ঘিরে একশোর উপরে বোমা ফাটানো হল৷ আশা ছিল বোমার শব্দে বাঘ বেরিয়ে এলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হবে (Kultali Royal Bengal Tiger)৷ কিন্তু পরের পর বোমা ফাটিয়েও কুলতলির জঙ্গলে বাঘের দেখা পাওয়া যায়নি৷ ফলে ভেস্তে গিয়েছে বন দফতরের পরিকল্পনা৷ ফলে, এ দিনের মতো বাঘ ধরার পরিকল্পনায় ইতি টানল বন দফতর৷
গত কয়েকদিন ধরেই কুলতলির (Kultali) গোপালগঞ্জে বাঘের আতঙ্ক ছড়িয়েছে৷ লোকালয় লাগোয়া জঙ্গল থেকে বাঘের গর্জনও শোনা যাচ্ছে৷ বাঘ দেখার দাবি করেছেন বেশ কয়েকজন গ্রামবাসী৷ তার পরেও ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতেও বাঘকে ধরা যায়নি৷ বাঘকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার জন্য বন দফতরের তরফে বিশেষজ্ঞদেরও জঙ্গলে নিয়ে এসে তৈরি রাখা হয়েছে৷ কিন্তু এত চেষ্টার পরেও সামনে আসেনি রয়্যাল বেঙ্গল৷
আরও পড়ুন: শোনা যাচ্ছে ডাক, গ্রামের জঙ্গলেই ডেরা! কিছুতেই মিটছে না কুলতলির রয়্যাল বেঙ্গল রহস্য...
বাঘ ধরতে মঙ্গলবার সকাল থেকে ফের নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বন দফতর৷ মুখ্য বন আধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘের গতিবিধি বুঝতে জঙ্গলের ভিতরে ক্যামেরা লাগানো হচ্ছে। ড্রোনের মাধ্যমে বাঘের অবস্থান বোঝারও চেষ্টা করা হবে। পাশাপাশি বাঘকে জঙ্গল থেকে বের করতে দমকলের সাহায্যে জল কামান চালানোরও পরিকল্পনা চলছে। এর পাশাপাশি, দুটি খাঁচাও পেতে রাখা থাকবে।
আরও পড়ুন: সাত সকালে বাঘের গর্জন, কুলতলিতে বন্ধ বড়দিনের পিকনিক, দেখুন ভিডিও
মিলন মণ্ডল বলেন, 'ছোট জায়গার মধ্যে বাঘটিকে সীমাবন্ধ করে রাখা হয়েছে৷ বাঘটি এক জায়গাতেই বসে আছে৷ আমরা ওকে নড়ানোর চেষ্টা করছি৷ দিনের আলো যতক্ষণ থাকছে, ততক্ষণ ঘুমপাড়ানি গুলি ছোড়ার জন্য কর্মীরা থাকছেন৷ আগামিকাল দমকলের হোস পাইপ ব্যবহার করেও বাঘটিকে নড়ানোর চেষ্টা করা হবে৷ '
বাঘ ধরতে কুলতলিতে প্রায় শতাধিক বনকর্মীকে পাঠানো হয়েছে৷ জঙ্গলের যে অংশে বাঘ রয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেই জায়গার চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ নদী পথে ছ'টি লঞ্চে করে জঙ্গলের মধ্যে বাঘ কোথায় রয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে৷
Arpan Mondal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।