Kultali Tiger Panic: সাত সকালে বাঘের গর্জন, কুলতলিতে বন্ধ বড়দিনের পিকনিক, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 02:20:24 PM IST Dec 25, 2021

সাত সকালে রয়্যাল বেঙ্গলের গর্জন৷ আর তার জেরেই বন্ধ করে দেওয়া হল কুলতলির নদীর পাড়ের পিকনিক স্পট (Kultali Tiger Panic)৷ গতকাল থেকেই কুলতলির গোপালগঞ্জে বাঘের আতঙ্ক ছড়িয়েছে৷ বাঘও দেখেছেন মৎস্যজীবীরা৷ এর পর থেকেই বাঘটিকে ধরতে খাঁচা পেতেছেন বন দফতরের কর্মীরা৷ এ দিন সকালে বাঘের খোঁজে তল্লাশির সময় পিয়ালী নদীর চরের জঙ্গলের ভিতর থেকে রয়্যাল বেঙ্গলের গর্জন শোনা যায়৷ বড়দিনের পিকনিক করতে সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ৷ এর পরেই প্রশাসনের তরফে পিকনিক স্পট বন্ধ করে দেওয়া হয়৷ বাঘটিকে ধরতে দ্বিতীয় খাঁচাও পাতা হয়েছে৷ তথ্য- অর্পণ মণ্ডল৷

লেটেস্ট ভিডিও