West Bengal News: শোনা যাচ্ছে ডাক, গ্রামের জঙ্গলেই ডেরা! কিছুতেই মিটছে না কুলতলির রয়্যাল বেঙ্গল রহস্য...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: রাতভর খাঁচা পাতার পরেও খাঁচাবন্দি হয়নি সে। এলাকায় প্রচুর মানুষের ভিড়। (তথ্য ও ছবি: অর্পণ মণ্ডল)
কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এখনও কাটল না রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger) রহস্য। সকালে বনদফতরের তৎপরতায় দুটি ঘুমপাড়ানি বন্দুক নিয়ে বনদফতরের কর্মীরা চারপাশে রওনা দিয়ে দিয়েছেন। গ্রামের জঙ্গলেই এখনও রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। সকালে গ্রামবাসীরা তার উপস্থিতি জানতে পারে, রাতভর খাঁচা পাতার পরেও খাঁচাবন্দি হয়নি সে। এলাকায় প্রচুর মানুষের ভিড়।
advertisement
advertisement
advertisement
বনমন্ত্রীর সংযোজন, বাঘ কাউকে আক্রমণ করেনি। বাঘ দেখতে গিয়ে দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তবে সুন্দরবনের বাঘ আক্রমন করলে আপনি বাঁচবেন না। আশা করছি চার পাঁচ ঘণ্টার মধ্যেই বাঘটিকে খুঁজে পাওয়া যাবে এবং তারপর বাঘকে তার উপযুক্ত স্থানে পরিবেশে ছেড়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
advertisement