Wild Animals: জলে কুমির, ডাঙায় বন্য শূকর, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সতর্কতামূলক প্রচার বন দফতরের

Last Updated:

East Midnapore : Wild Animals: : একদিকে যেমন বন্য জীবজন্তুর রক্ষা করেই অন্যদিকে সতর্কতামূলক প্রচারে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তর।

বন্য জীবজন্তুর রক্ষা করেই অন্যদিকে সতর্কতামূলক প্রচারে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তর
বন্য জীবজন্তুর রক্ষা করেই অন্যদিকে সতর্কতামূলক প্রচারে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তর
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় জলে কুমির, ডাঙায় বন্য শূকর। বন্য শূকরের আক্রমণে মৃত ও আহত হয়েছেন খেজুরী ব্লকের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় বনাঞ্চল ভূমি নেই বললেই চলে। তা সত্ত্বেও এই (Purba Medinipur) জেলার বিভিন্ন এলাকায় বন্য জীবজন্তুর দেখা মিলছে। একদিকে যেমন বন্য জীবজন্তুর রক্ষা করেই অন্যদিকে সতর্কতামূলক প্রচারে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তর।
খেজুরি ও নন্দীগ্রাম উপকূল এলাকায় সমুদ্রে মাঝে মধ্যে কুমিরের দেখা মিলছে। সেই কারণে এলাকাবাসীকে সতর্ক করার উদ্যোগ গ্রহণ করেছে বন দপ্তর। মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল খেজুরি ও নন্দীগ্রামে কুমিরের দেখা মিলছে। উপকূলবর্তী অঞ্চলে বহু মানুষ মাছ ধরার জন্য নদীতে বা খাঁড়িতে জাল পাতে। তাঁদের কুমির নিয়ে সতর্ক করতে আসরে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলার বন দপ্তর।উপকূল পরিবেশ না থাকায় পূর্ব মেদিনীপুর জেলা নদী-নালা বিশিষ্ট হওয়া সত্বেও কুমির বা অন্যান্য জলজ প্রাণীর দেখা মেলে না। কিন্তু সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় কুমিরের দেখা মিলেছে।
advertisement
আরও পড়ুন : ‘‘আমরা ছুটি কাটাতে যাচ্ছি, আবার ফিরে আসব...’’, মায়ের সান্ত্বনায় থামছে না শরণার্থী শিশুদের কান্না
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এলাকায় একটি খালে কুমির মৎস্যজীবীদের জালে আটকে পড়ে। কুমিরটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট দু ইঞ্চি। এর আগেও পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন নদীতে কুমিরের উপস্থিতি লক্ষ করা যায়। কিন্তু সে গুলি ছিল কুমিরছানা। মাঝবয়সি কুমিরের দেখা মেলায় পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তর নড়েচড়ে বসেছে।
advertisement
advertisement
আরও পড়ুন : মহিলাদের সুন্দর সাজের গোপন রহস্য সঠিক অন্তর্বাস, তাই কেনার আগে এই বিষয় গুলি মনে রাখুন
বন্য জীবজন্তু বিশেষজ্ঞদের মতে, পূর্ব মেদিনীপুর জেলা নদী-নালা খাল-বিল বিশিষ্ট। সম্প্রতি পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে। তাই খাবার বা উপকূল পরিবেশের খোঁজে নদীতে ভেসে কুমিরের চলে আসাটা অসম্ভব নয়। নতুন বাসস্থানের খোঁজে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় কুমিরের দেখা পাওয়াটা অসম্ভব নয়। নন্দীগ্রামে কুমিরের দেখা পাওয়াটা তারই অংশ। বনদপ্তর এর এক কর্মী জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার খাল-বিলে কুমিরের দেখা পাওয়া যেমন একদিকে ভাল। আবার এর থেকে সাধারণ মানুষদের সতর্ক থাকতে হবে।
advertisement
( প্রতিবেদন:সৈকত শী)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wild Animals: জলে কুমির, ডাঙায় বন্য শূকর, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সতর্কতামূলক প্রচার বন দফতরের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement