War in Ukraine: ‘‘আমরা ছুটি কাটাতে যাচ্ছি, আবার ফিরে আসব...’’, মায়ের সান্ত্বনায় থামছে না শরণার্থী শিশুদের কান্না

Last Updated:

সন্তানকে বুকে ধরে স্বামীকে বিপদের মধ্যে রেখে চলে যাওয়া বা নিজে স্বামীর পাশে থেকে সন্তানকে নিরাপদ গন্তব্যের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া যে কত বড় ধর্মসঙ্কট, সেটা যাঁর হয়নি, তিনি বুঝবেন না৷ (War in Ukraine)

War in Ukraine
War in Ukraine
বুদাপেস্ট : তীব্র ঠান্ডার মধ্যে স্বামী রয়ে গিয়েছেন জন্মভূমি ইউক্রেনেই৷ রুশ আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করতে৷ সন্তানদের নিয়ে মা পাড়ি দিয়েছেন নিরাপদ আশ্রয়, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের পথে৷ কোথাও কোথাও সেই সন্তান আবার দুধের শিশু৷ এই ছবি এখন ইউক্রেনের ঘরে ঘরে৷ যুদ্ধের মধ্যে তাঁদের অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে৷ সন্তানকে বুকে ধরে স্বামীকে বিপদের মধ্যে রেখে চলে যাওয়া বা নিজে স্বামীর পাশে থেকে সন্তানকে নিরাপদ গন্তব্যের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া যে কত বড় ধর্মসঙ্কট, সেটা যাঁর হয়নি, তিনি বুঝবেন না৷ (War in Ukraine)
সেরকমই এক পরীক্ষা দিতে হয়েছে পোলিনা শুলগাকে৷ ২৭ বছর বয়সি এই তরুণী কিয়েভে একটি পুনর্বাসন কেন্দ্রের প্রশাসক৷ তিন বছরের মেয়ে আরিয়াকে নিয়ে তিনি চলে গিয়েছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে৷ শিশুকন্যাকে বলতে পারেননি সত্যি ঘটনা৷ বলেছেন, তাঁরা ছুটি কাটাতে নতুন জায়গায় যাচ্ছেন৷ যুদ্ধ শেষ হলেই আবার ফিরবেন পুরনো ঠিকানায়৷
আরও পড়ুন : যুদ্ধক্ষেত্রে মাকে ফেলে শরণার্থী হয়ে দিদির সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের দিকে...
পূর্ব ইউরোপের ডনেৎস্ক শহরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নাতালিয়া গ্রিগরিইয়োভনা লেভচিঙ্কার মনে হচ্ছে তিনি যেন একটা দীর্ঘ দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ আর এক ইউক্রেনবাসী ইয়েলেনা মাকারোভাও এখন শরণার্থী৷ তাঁর বাবা, স্বামী এবং ভাই রয়ে গিয়েছেন স্বদেশে৷ মা ও কিশোরী কন্যাকে নিয়ে ইয়েলেনা পাড়ি দিয়েছেন নিরাপত্তার খোঁজে৷ বলেছেন, ‘‘আমি চাই যে যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক৷ কারণ এর থেকে খারাপ এক জন মায়ের কাছে আর কিছুই হতে পারে না৷’’ যুদ্ধে শিশুমৃত্যু তাঁকে সবথেকে বেশি পীড়িত করছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : বোমাবৃষ্টির মধ্যে ইউক্রেনীয় তরুণী বেহালায় জ্যোৎস্না রাত্রির সুর তুলছেন, নেটিজেনদের চোখে জল
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও অবধি ২ মিলিয়নের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে চলে গিয়েছেন৷ তাঁদের মধ্যে শিশুর সংখ্যা ১ মিলিয়ন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এত তীব্র শরণার্থী-সঙ্কট আর দেখা যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine: ‘‘আমরা ছুটি কাটাতে যাচ্ছি, আবার ফিরে আসব...’’, মায়ের সান্ত্বনায় থামছে না শরণার্থী শিশুদের কান্না
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement