Paschim Medinipur News: ভয়ঙ্কর ডেবরার বন্যা পরিস্থিতি, প্রাণ বাঁচাতে গবাদি পশু-সহ ত্রাণ শিবিরে স্থানীয়রা
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
পরিস্থিতি অবনতি হলেও দুর্ভোগ অব্যাহত ডেবরাতে, বিভিন্ন অঞ্চলের একাধিক এলাকা এখনও জলমগ্ন
পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েকদিন ধরে উন্নতি হয়েছে আবহাওয়ার। ধীরে ধীরে বন্যা পরিস্থিতিও উন্নতির পথে। তবে দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না জেলা জুড়ে। একাধিক জলধার থেকে জল ছাড়ার কারণে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা।
বেশ কয়েকদিন ধরে একাধিক নদীতে বিপদসীমা উপর দিয়ে জল বইছে। বাড়ি ঘরের মধ্য দিয়ে হু হু করে ঢুকছে বন্যার জল। বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে সাধারণ মানুষকে।
advertisement
শুধু ঘাটাল নয়, ঘাটালের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্লক প্লাবিত হয়েছে। ডেবরা ব্লকের একাধিক গ্রাম এখনও জলমগ্ন হয়ে রয়েছে। খড়গপুর মহকুমা শাসক-সহ প্রশাসনের একাধিক অধিকর্তারা এলাকা পরিদর্শন করেছেন । নজর রেখেছেন এলাকার বিধায়ক থেকে ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
advertisement
ডেবরার এক প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে কংসাবতী নদী। সম্প্রতি কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে ডেবরার একাধিক ব্লক। এখনও বিভিন্ন গ্রামে নিজেদের বাড়িতে ঢুকতে পারেনি সাধারণ মানুষ। বাড়ির মধ্য দিয়ে বইছে জলের স্রোত।
একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে ব্লক জুড়ে, সেখানে নিজেদের গবাদি পশুকে নিয়ে আশ্রয় নিয়েছে শিশু থেকে বৃদ্ধ সকলে। ইতিমধ্যেই একাধিক ত্রান শিবির পর্যবেক্ষণ করেছেন প্রশাসনের আধিকারিকেরা। মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেদিকেও সচেষ্ট রয়েছেন তাঁরা।
advertisement
প্রসঙ্গত টানা বেশ কয়েকদিনের নিম্ন চাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। পুজোর আগেই এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নাজেহাল হয়ে গিয়েছেন সাধারণ মানুষ।
একাধিক জলধার থেকে জল ছাড়ার কারণে বিভিন্ন নদীতে জলস্তর ক্রমশ বৃদ্ধি পেয়েছে। যার ফলস্বরূপ প্লাবিত হয়েছে একাধিক বসতি। গ্রামের পর গ্রামে জল ঢুকছে হু হু করে।
advertisement
আর মাত্র কয়েকদিন পরেই শুরু দেবীপক্ষের আবাহন। দুর্গাপুজোর ভাবনা তো দূর! নিজেদের জীবন কীভাবে বাঁচাবেন তাই ভেবে পাচ্ছেন না স্থানীয়রা।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 5:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: ভয়ঙ্কর ডেবরার বন্যা পরিস্থিতি, প্রাণ বাঁচাতে গবাদি পশু-সহ ত্রাণ শিবিরে স্থানীয়রা