Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, এসইউভি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, ভাইরাল ভিডিও
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অন্য আর একটি মোটর বাইকে ছিলেন গর্গের এক বন্ধু৷ তাঁর গোপ্রো ক্যামেরায় পুরো দুর্ঘটনাটির ভিডিও রেকর্ড হয়েছিল৷
গুরুগ্রাম: বাইক দুর্ঘটনায় মারা গেল বাইশ বছরের এক তরুণ৷ ভুল রাস্তায় বাইকটি চলে আসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে৷
সকাল ৫টা ৪৫-এ এই দূর্ঘটনা ঘটে৷ গুরুগ্রামের ডিএলএফ ফেজ টু কোর্সে হঠাৎ করে একটা মোটরসাইকেলে ভুল দিকে চলে আসে ৷ এর ফলে কালো রঙের এসইউভির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়৷ আর তাতেই মৃত্যু ঘটে ২২ বছরের সেই তরুণ৷ মৃতের নাম অক্ষত গর্গ৷
advertisement
advertisement
অন্য আর একটি মোটর বাইকে ছিলেন গর্গের এক বন্ধু৷ তাঁর গোপ্রো ক্যামেরায় পুরো দুর্ঘটনাটির ভিডিও রেকর্ড হয়েছিল৷ ১৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, গর্গ একটা বাঁকের কাছে দ্রুত গতিতে বাইকটি চালাচ্ছিল৷ তখনই হঠাৎ করে একটা বিকট শব্দ হল৷ কালো একটা এসইউভির সঙ্গে বাইকটির সংঘর্ষ হল৷
Gurugram, Haryana: A 23-year-old motorcyclist, Akshat Garg, was killed in a wrong-way collision on Golf Course Road, DLF Phase II. The crash, captured on a GoPro by his friend, occurred around 5: 45 AM. Despite wearing safety gear, Garg succumbed to the impact. Authorities are… pic.twitter.com/ih29byhfzt
— IANS (@ians_india) September 19, 2024
advertisement
সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা দ্রুত উপস্থিত হয়৷ পাঁচ মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে গর্গকে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু চিকিৎসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
দুর্ঘটনা বিষয়ে নিয়ে এক পুলিশ অফিসার জানান, এসইউভির গাড়ির চালক বা গর্গ কারওরই সংঘর্ষ এড়ানোর কোনও উপায় ছিল না৷ দূর্ঘটনার তীব্রতায় মৃত তরুণটি গাড়ির সামনে পড়ে গিয়েছিল৷ মোটর সাইকেলটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 2:17 PM IST