Fight with tiger: বাঘের সঙ্গে লড়াই করে জখম মৎস্যজীবীকে ফিরিয়ে আনল দুই সঙ্গী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সুন্দরবনের (Sundarban) জঙ্গল থেকে বাঘ (tiger) বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে নৌকায়।
#সুন্দরবন: নদীতে কাঁকড়া ধরে নৌকায় শুয়ে গল্প করাই কাল হল মৎস্যজীবীদের (Fisherman)। সুন্দরবনের (Sundarban) জঙ্গল থেকে বাঘ (tiger) বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে নৌকায়। মৎস্যজীবী (Fisherman) লখিন্দর সাঁপুইয়ের মাথায় কামড় বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অপর দুই সঙ্গী লাঠি, বৈঠা নিয়ে সঙ্গীকে বাঁচাতে বাঘের (tiger) দিকে তেড়ে যায় (Fight with tiger)।
advertisement
তাদের বীর বিক্রমের (Fight with tiger) শেষে শিকার ছেড়ে জলে ঝাঁপিয়ে সাঁতরে জঙ্গলে চলে যায় বাঘ। জীবন বাঁচে লখিন্দরের। জখম অবস্থায় তাঁকে সোমবার রাতে নিয়ে আসা হয় কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে।
advertisement
আরও পড়ুন - Explained: মিষ্টি খেলেই কি Diabetes রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? এক ক্লিকেই ধারণা হবে পরিষ্কার
গত সোমবার কুলতলির দেউলবাড়ির চিতুরি মুখ এলাকার বাসিন্দা সৌমিত্র সর্দার, লখিন্দর সাঁপুই, ইব্রাহিম শেখ সুন্দরবনের বেণীফেলি জঙ্গলের কাছে নদীতে কাঁকড়া শিকার করতে গিয়েছিলেন৷ সোমবার দুপুর ১২-৩০ টার পর কাঁকড়া ধরে তাঁরা নৌকায় শুয়ে গল্প করছিল। সেইসময়েই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আক্রমণ করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2021 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fight with tiger: বাঘের সঙ্গে লড়াই করে জখম মৎস্যজীবীকে ফিরিয়ে আনল দুই সঙ্গী