Viral Ranu Mondal: এবার ছট পুজোর গানে রাণু মণ্ডল, ঝড়ের গতিতে Viral Video

Last Updated:

একবার রাণু মণ্ডল (Ranu Mondal) ইন্টারনেটে ছেয়ে গেছেন৷ গানটি হয়ে গেছে ভাইরাল ভিডিও (Viral Video)৷

Ranu Mondal videos once again viral in social media- Photo- File
Ranu Mondal videos once again viral in social media- Photo- File
#কলকাতা: সোশ্যাল মিডিয়ার  (Social Media) এমন শক্তি যা রাতারাতি পপুলার করে দেয়৷  মুহূর্তের মধ্যেই এই নিয়েই লোকপ্রিয়তা সব কিছুকে ছাপিয়ে যায়৷ এর সবচেয়ে বড় উদাহরণ রাণু মণ্ডল (Ranu Mondal)৷ গানের প্রতিভা দেখে মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) তাঁকে নিজের সঙ্গে গান গাইবার সুযোগ করে দেন৷ কিন্তু রাণু মণ্ডল নিজের সাফল্য ধরে রাখতে পারেননি৷
আবার একবার রাণু মণ্ডল (Ranu Mondal) ইন্টারনেটে ছেয়ে গেছেন৷ গানটি হয়ে গেছে ভাইরাল ভিডিও (Viral Video)৷  তিনি প্রথমবার ছট পুজোর জন্য গান গেয়েছেন৷ উল্লেখ্য এই সময় পুরো বিহারে ও পশ্চিমবঙ্গের বেশ এলাকায় ধুমধাম করে ছট পালন হয়৷ এই উৎসবের সময় ছটের গান শোনা যায়৷ কিন্তু আপনাদের  বলার এই রকমই ছটের গান গেয়ে রাণু মণ্ডলের গলা ফের একবার ভাইরাল৷
advertisement
advertisement
এদিকে কাণ্ড খুবই জটিল৷ যে ভিডিও ভাইরাল হয়েছে আর লোকে রাণু মণ্ডলের গলা বলে শুনছে সেখানে আদৌ রাণু মণ্ডলের গলা নেই৷ এবং  ভিডিও -র কভারেও রাণু মণ্ডলের ছবি ব্যবহার করা হয়েছে৷ এই বিষয়টি বোঝার পর মানুষ নিজের রাগ বার করছে সেখানে তাঁরা প্রশ্ন তুলছেন কেন কভারে রাণু মণ্ডলের ছবি ব্যবহার করা হয়েছে যেখানে রাণু আদৌ গানটি গাননি৷
advertisement
রাণু মণ্ডল নামের প্রচারের জন্য এই গান ইউটিউবে ভাইরাল হয়েছে৷ এখনও অবধি এই গানের ভিডিও ৯ লক্ষের বেশি মানুষ দেখে নিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় একাধিক ইউজার্স বলেছেন এটা রাণু মণ্ডলের গলা নয়৷ এক অন্য ব্যবহারকারী লিখেছেন, ‘‘খালি লাইক আর ভিউ বাড়ানোর জন্য কেউ রাণু মণ্ডলের নাম লিখে দিয়েছেন আর ফটো ব্যবহার করেছেন৷ ’’
advertisement
এরই মধ্যে রাণু মণ্ডলের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে মুরগীর মাংস রান্না করতে দেখা যাচ্ছে৷ পাশাপাশি সেখানেও নিজে গান গেয়েছেন রাণু মণ্ডল৷ এখনও অবধি এই ভিডিও ৫ লক্ষ বেশি দেখা হয়েছে৷
advertisement
রাণু মণ্ডল রাণাঘাট স্টেশনের এক ভিখারিনী ছিলেন৷ তাঁর প্যায়রা নগমা হ্যায় গানের ভিডিও সুপার ভাইরাল হয়েছিল৷ সেই থেকে গোটা ভারত রাণু মণ্ডলকে চিনে নেয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Ranu Mondal: এবার ছট পুজোর গানে রাণু মণ্ডল, ঝড়ের গতিতে Viral Video
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement