Bengali News: ৫ হাজার টাকা করে দেবে রাজ্য! সমুদ্রসাথী'র ঘোষণায় খুশি মৎস্যজীবীরা

Last Updated:

ফিশিং ব্যান পিরিয়ডে এই প্রকল্প মৎস্যজীবীদের সংসারে হাঁড়ি চড়াতে সাহায্য করবে। মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে ব্যান পিরিয়ড চলাকালীন কিছুটা অর্থ সাহায্যের আবেদন করছিলেন

+
নদীর

নদীর বুকে দাঁড়িয়ে আছে ট্রলার 

দক্ষিণ ২৪ পরগনা: ৮ ফেব্রুয়ারি বিধানসভার রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে আছে মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প। এর ফলে বছরের যে সময়টা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা থাকে সেই সময় মৎস্যজীবীদের আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। ফলে বাজেটে সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা থাকায় খুশি মৎস্যজীবীরা।
ফিশিং ব্যান পিরিয়ডে এই প্রকল্প মৎস্যজীবীদের সংসারে হাঁড়ি চড়াতে সাহায্য করবে। মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে ব্যান পিরিয়ড চলাকালীন কিছুটা অর্থ সাহায্যের আবেদন করছিলেন। সেই সঙ্গে তাঁরা ডিজেলের দামে ভর্তুকিও চাইছিলেন। কারণ সমুদ্রে পাড়ি দেওয়ার সময় ট্রলারগুলিতে প্রচুর পরিমাণে ডিজেল লাগে। ডিজেলের দাম বাড়ায় মৎস্যজীবীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন বেশ কয়েকবছর ধরে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে সমুদ্রে যখন মাছ ধরা বন্ধ থাকত সেই সময় আয়ের জন্য অনেক মৎস্যজীবী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যেতেন। আর যারা অন্যত্র কাজ পেতেন না তাঁদের টানা দু’মাস বসে থাকতে হত। তবে এবার সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে ওই সময় ৫ হাজার টাকা করে অর্থসাহায্য পাবেন মৎস্যজীবীরা। ফলে খুশির জোয়ার ভাসছেন কাকদ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা। এ নিয়ে জেলার সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, রাজ্য সরকারের এই ঘোষণায় আমরা খুশি। এরসঙ্গে আমাদের দাবি রয়েছে ডিজেলের দামে ভর্তুকির দেওয়ার। এই ভর্তুকি পেলে খুবই ভাল হয় বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ৫ হাজার টাকা করে দেবে রাজ্য! সমুদ্রসাথী'র ঘোষণায় খুশি মৎস্যজীবীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement