Bengali News: শীতের রাতের আগুন কেড়ে নিল সর্বস্ব, সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই তিন পরিবারের

Last Updated:

গভীর রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল পঞ্চায়েতের রহমতপুর গ্রামে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আগুন নেভাতে ব্যস্ত দমকল
আগুন নেভাতে ব্যস্ত দমকল
মালদহ: অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তিনটি পরিবারের। আসবাবপত্র থেকে খাদ্যসামগ্রী সমস্ত কিছুই আগুনের গ্রাসে চলে গিয়েছে। আগুনের গ্রাস থেকে কোনক্রমে বেঁচে গিয়েছেন তিনটি পরিবারের সদস্যরা। এদিকে গভীর রাতের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ছাগল মারা গিয়েছে।
গভীর রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল পঞ্চায়েতের রহমতপুর গ্রামে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ির খবর দেয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আছে তুলসিহাট্টা থেকে দমকলের দুটি ইঞ্জিন।‌ গ্রামের বাসিন্দারা ও দমকলকর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে ফুলকুমারী বিবি বলেন, কীভাবে কোথা থেকে আগুন লাগল তা আমরা জানতে পারিনি। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন আসে। তিনটি পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন আমরা কে কী করব কিছুই বুঝতে পারছি না। অন্যান্য বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের যাবতীয় নথি, আসবাবপত্র, ধান, চাল সহ নানান সামগ্রী ও চারটি ছাগল, নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কীভাবে বা কোথা থেকে আগুন তা এখনও জানা যায়নি।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: শীতের রাতের আগুন কেড়ে নিল সর্বস্ব, সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই তিন পরিবারের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement