Suvendu Adhikari | Firhad Hakim: 'নাম পাল্টে যাবে শুভেন্দু অধিকারীর!' 'আক্ষেপ' ফিরহাদ হাকিমের! বেনজির কটাক্ষ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari | Firhad Hakim: প্রসঙ্গত, হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায় কয়েক দিন আগেই সত্যব্রত দাস নামে হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ৷
#কলকাতা: পুলিশকে দিয়েই গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলরের পা ধরাবেন৷ কালী পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে হলদিয়ায় এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছিল শাসক- বিরোধী চাপানউতোর৷ এবার সেই সূত্রেই পাল্টা আক্রমণ শানালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায় কয়েক দিন আগেই সত্যব্রত দাস নামে হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ৷ সত্যব্রত দাস নামে ওই প্রাক্তন কাউন্সিলর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ সত্যব্রত দাস গ্রেফতার হওয়ার পর তাঁর আইনজীবী আদালতে অভিযোগ করেন, গ্রেফতারের পর সত্যব্রত দাসকে মারধর করেছে পুলিশ৷ মঙ্গলবার হলদিয়ার সুতাহাটায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি বলেন, 'শুনে রাখুন পুলিশ বাবা, যে হাত দিয়ে স্বপন দাসের(গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসের ডাক নাম) কানে আপনি মেরেছেন, ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী স্বপন দাসের পা যদি ধরাতে না পারি, তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়। হুঁশিয়ারীর সুরে আজ তিনি বলেন, আমি এটা প্রকাশ্য স্থানে মায়ের মূর্তিকে সাক্ষী রেখে বলে গেলাম। যদি না কানে চড় মারা পুলিশের দুটো হাত স্বপন দাসের পায়ে ধরাতে পারি তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।'
advertisement
advertisement
এবার সেই বিষয়ে পাল্টা আক্রমণ শানালেন ফিরহাদ হাকিম। শুভেন্দুর মন্তব্যেরই পাল্টা দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ''অত্যন্ত দুঃখের বিষয় যে, বাবা যে নাম রেখেছে সেই নাম পাল্টাতে হবে। খারাপ লাগছে। শুভেন্দুর নামটা আমাদের কাছে পরিচিত নাম। শুভেন্দু নামটা আমরা অনেকদিন ধরে জানি। আবার নতুন নাম হলে সেই নামে ডাকতে হবে। কারণ সেই নাম পাল্টাতেই হবে।''
advertisement
শুভেন্দু সেদিন দাঁড়িয়ে অবশ্য বলেছিলেন, ''মানুষ নেই এই সরকারের সঙ্গে। আছে পুলিশ বাবা। তবে পুলিশ বাবাও এদের বাঁচাতে পারবেনা।'' যদিও শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব আগেই দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করে তিনি বলেছিলেন, 'নিজে বাঁচতে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ পুলিশ পুলিশের কাজই করছে৷'
Location :
First Published :
October 27, 2022 11:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari | Firhad Hakim: 'নাম পাল্টে যাবে শুভেন্দু অধিকারীর!' 'আক্ষেপ' ফিরহাদ হাকিমের! বেনজির কটাক্ষ