জঙ্গলে ফের জ্বলল আগুন! নির্দেশ মানছে না কেউ!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
Junglemahal- প্রতি বছর পাতা ঝরার মরসুম এলেই জঙ্গলমহলে দেখা যায় জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগানোর ঘটনা। ঝাড়গ্রামের একের পর এক জঙ্গল ভস্মীভূত হচ্ছে আগুনে।
ঝাড়গ্রাম : প্রতি বছর পাতা ঝরার মরসুম এলেই জঙ্গলমহলে দেখা যায় জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগানোর ঘটনা। ঝাড়গ্রামের একের পর এক জঙ্গল ভস্মীভূত হচ্ছে আগুনে।
চলতি মাসে বেশ কয়েকবার ঝাড়গ্রামের একাধিক জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রতি বছর কোনওঅসাধু ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়। জঙ্গলে আগুন লাগানো রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বন দফতর।জঙ্গলে জঙ্গলে পোস্টারিং,সচেতনতা মূলক র্যালি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে।
মানুষ সচেতন হচ্ছে না। লাগাতার জঙ্গলমহলের বিভিন্ন জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগানোর ঘটনা লেগেই রয়েছে। যার জেরে নষ্ট হচ্ছে বন সম্পদ, ক্ষতির মুখে পড়ছে বন্য প্রাণী। এমন অবস্থায় বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
advertisement
advertisement
আরও পড়ুন- বেহাল সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত, চরম সমস্যায় এলাকাবাসী
দমকল কর্মীদের একটি ৫ জনের টিম এসে অবশেষে জঙ্গলের আগুন নেভাতে সক্ষম হয়। বন দফতরের সচেতনতামূলক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও ঝাড়গ্রাম জেলা শহরের প্রবেশের মুখে বোরিয়ার জঙ্গলে দেখা গেল দাউ দাউ করে জ্বলছে জঙ্গল। সাদা কালো ধোঁয়ায় ঢেকে যায় ৫ নং রাজ্য সড়ক।
advertisement
যার জেরে চলাচলেও সমস্যায় পড়ে পথ চলতি মানুষ। জঙ্গলমহলের এই সমস্ত জঙ্গলে প্রচুর ছোট বড় বন্য প্রাণী রয়েছে। আগুন লাগানোর কারণে তারাও ক্ষতির মুখে পড়ছে।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 6:58 PM IST