North 24 Parganas News: বেহাল সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত,হাড়োয়ায় চরম সমস্যায় এলাকাবাসী

Last Updated:

হেঁটে গেলও সেতুটা মড়মড় করে। আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সেতুর মাঝ থেকে খসে পড়েছে কাঠের অংশ, আবার কোন কোন অংশে ব্যারিকেড ভেঙে জলে মিশে যাওয়ার মত অবস্থা। 

+
হাড়োয়ায়

হাড়োয়ায় কাঠের সেতুতে ঝুঁকিপূর্ণ যাতায়াত 

উত্তর ২৪ পরগণা : বেহাল সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত, চরম সমস্যায় এলাকাবাসী। ভোট আসে ভোট যায়, সঙ্গে থাকে প্রতিশ্রুতির বন্যা। কিন্তু ভোট শেষ হলে সবাই ভুলে যায়। কাঠের পুলের বিপজ্জনক ভগ্ন অবস্থা, সংস্কারের দাবিতেই এলাকাবাসীর। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার ঘোষপুরের কাঠের সেতুটি বেহাল অবস্থা হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ।গ্রামের ছাত্র-ছাত্রীরা স্কুলে যাতায়াত করে প্রতিদিন এই সেতু পেরিয়েই। হেঁটে গেলও সেতুটা মড়মড় করে। আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সেতুর মাঝ থেকে খসে পড়েছে কাঠের অংশ, আবার কোন কোন অংশে ব্যারিকেড ভেঙে জলে মিশে যাওয়ার মত অবস্থা। কিন্তু এই পথ ছাড়া আর অন্য রাস্তাই বা কোথায়? তাই বাধ্য হয়ে প্রাণ হাতে করে এক প্রকার কাঠের সেতু দিয়ে চলে যাতায়াত।
আরও পড়ুন: ওঁরা সবাই বিড়ি শ্রমিক! যক্ষ্মার থাবায় মর্মান্তিক দৃশ্য পাড়ায় পাড়ায়! চোখে জল আসবে
বর্তমানে ওই সেতুটি কয়েক বছর হয়ে গেল ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। ওই সেতুর উপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী,অসুস্থ রোগী এবং অফিস যাত্রীরা যাতায়াত করে।গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় বহু নেতা-নেত্রী আসে প্রতিবারই কথা দেয় সেতুটি তৈরি হবে, ভোট শেষে আর কারো দেখতে পাওয়া যায় না।
advertisement
আরও পড়ুন: দিগন্ত খুলে দেবে শ্বেত পলাশ? বন্ধ্যাত্ব দূরীকরণে নতুন দিশা…! গবেষকরা যা বলছেন, চমক!
এলাকায় খাড়ির দু’ধারে ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু কাঠের সেতুর বেহাল অবস্থা নিয়ে বেজায় চটেছেন এলাকাবাসী। দীর্ঘদিনের এই সমস্যার অবসান কবে ঘটবে! কবে ভাঙবে স্থানীয় প্রশাসনের এই ঘুম! তা নিয়ে আশায় এলাকার সাধারণ মানুষ।
advertisement
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বেহাল সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত,হাড়োয়ায় চরম সমস্যায় এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement