দিগন্ত খুলে দেবে শ্বেত পলাশ? বন্ধ্যাত্ব দূরীকরণে নতুন দিশা...! গবেষকরা যা বলছেন, চমক!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
White Palash: লাল পলাশ তো দেখেছেন, এবার শ্বেত পলাশ বাড়াচ্ছে আগ্রহ! গবেষণা শুরু সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে, কী বলছেন গবেষকরা? বন্ধ্যাত্ব রুখতে অগ্রণী ভূমিকা নিতে পারে শ্বেত পলাশ, ব্যবহার হতে পারে র্যাট মডেল! জানুন বিশদে।
পুরুলিয়া : শীত পেরিয়ে বসন্তে পলাশের রঙে রাঙা হয়ে ওঠে পুরুলিয়া। আর এই পলাশের টানে দূর দূরান্ত থেকে পুরুলিয়া ছুটে আসেন পর্যটকেরা। লাল, হলুদ , সাদা তিন প্রজাতির পলাশের দেখা মেলে এই জেলায়। তবে তার মধ্যে শুধুমাত্র পুরুলিয়াতে দেখা মেলে বিরল শ্বেত পলাশের।
এবার শ্বেত পলাশ নিয়েই বিশেষ গবেষণা শুরু করেছে পুরুলিয়ার সিধু কানহু বিরশা বিশ্ববিদ্যালয়। এই শ্বেত পলাশে রয়েছে বহুবিধ গুণাবলী। অঙ্গজ জননের মাধ্যমে ও বীজ সংরক্ষণ করে তিন ধরনের পলাশের চারা গাছ তৈরি করছে বিশ্ববিদ্যালয় সহ পুরুলিয়া বনবিভাগ। এই শ্বেত পলাশের গাছের রসে উপক্ষার, গ্যালিক ও ট্যানিক অ্যাসিড থাকে। এই রসের প্রভাবে বেশকিছু দূরারোগ্য ব্যাধির নিরাময় হয়।
advertisement
advertisement
সেই সঙ্গে বিভিন্ন ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে থাকে। নারীদের বন্ধ্যাত্ব দূর হওয়া থেকে পুরুষের যৌনবর্ধক ওষুধও তৈরি হয় এই শ্বেত পলাশ থেকে। সেই কারণেই এই গবেষণা। আর এই গবেষণায় ব্যবহার হতে পারে ‘র্যাট মডেল’।এ বিষয়ে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার বিভাগের অধ্যাপক ড. শংকর ভট্টাচার্য বলেন , প্রাচীন কাল থেকেই শ্বেত পলাশের গুণাবলীর কথা আয়ুর্বেদে লেখা রয়েছে। বিভিন্ন জনজাতির মানুষজন তাদের চিকিৎসায় শ্বেত পলাশ ব্যবহার করে থাকেন।
advertisement
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ এবং প্রাণিবিদ্যা বিভাগের সমন্বয় সাধনে এই গবেষণা চলছে। আশা করা যাচ্ছে আগামী দিনে এর থেকে অনেকখানি সাফল্য পাওয়া যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার সৌরভ গড়াই ও পূর্ণিমা পরামানিক বলেন , বৈজ্ঞানিক পদ্ধতিতে যে-রকম পলাশ গাছগুলির চারা তৈরি করা হচ্ছে। তেমনই এই তিনটি পলাশের ফুল, পাতা, গাছের ছাল নিয়ে গবেষণার কাজ চলছে। এর থেকে অনেক বিরল রোগের ওষুধ তৈরির হতে পারে। বিশেষ করে বন্ধ্যাত্ব দূরীকরণে অগ্রণীর ভূমিকা নেবে এই শ্বেত পলাশ।
advertisement
বিরল এই শ্বেত পলাশকে ঘিরে বিরাট উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। চিকিৎসা ক্ষেত্রে একেবারেই নতুন দিশা দেখাচ্ছে এই শ্বেত পলাশ। এই গবেষণা যদি সফল হয় তাহলে আগামী দিনে বিরাট বড় সাফল্য হবে এই জেলার জন্য।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিগন্ত খুলে দেবে শ্বেত পলাশ? বন্ধ্যাত্ব দূরীকরণে নতুন দিশা...! গবেষকরা যা বলছেন, চমক!