সিলিং ফ্যানের 'গরম' হাওয়ায় ঘেমে স্নান? মাত্র ৭০ টাকা খরচ করলেই...এসির মতো ঠান্ডা হবে ঘর!

Last Updated:
Fan: গরমে যদি আপনার ফ্যান ঠিকমতো বাতাস না দেয়, তাহলে নতুন ফ্যান কেনার তাড়াহুড়ো করবেন না। এতে খরচ বাড়বে। বরং সামান্য যত্ন নিলেই আপনার সিলিং ফ্যান একেবারে নতুনের মতো চলতে পারে, বাড়তি কোনও খরচ ছাড়াই। জেনে নিন সহজ উপায়।
1/8
ফ্যানের হাওয়ায় কিছুতেই গা ঠান্ডা হচ্ছে না? উল্টে গরম হলকা বাতাস ঘরময়? আর কষ্ট করতে হবে না। মাত্র ৭০ টাকা খরচ করলেই শীতল মিঠে বাতাস আপনার ঘর ঠান্ডা করে দেবে। কী করে? জেনে নিন।
ফ্যানের হাওয়ায় কিছুতেই গা ঠান্ডা হচ্ছে না? উল্টে গরম হলকা বাতাস ঘরময়? আর কষ্ট করতে হবে না। মাত্র ৭০ টাকা খরচ করলেই শীতল মিঠে বাতাস আপনার ঘর ঠান্ডা করে দেবে। কী করে? জেনে নিন।
advertisement
2/8
গরমে যদি আপনার ফ্যান ঠিকমতো বাতাস না দেয়, তাহলে নতুন ফ্যান কেনার তাড়াহুড়ো করবেন না। এতে খরচ বাড়বে। বরং সামান্য যত্ন নিলেই আপনার সিলিং ফ্যান একেবারে নতুনের মতো চলতে পারে, বাড়তি কোনও খরচ ছাড়াই। জেনে নিন সহজ উপায়।
গরমে যদি আপনার ফ্যান ঠিকমতো বাতাস না দেয়, তাহলে নতুন ফ্যান কেনার তাড়াহুড়ো করবেন না। এতে খরচ বাড়বে। বরং সামান্য যত্ন নিলেই আপনার সিলিং ফ্যান একেবারে নতুনের মতো চলতে পারে, বাড়তি কোনও খরচ ছাড়াই। জেনে নিন সহজ উপায়।
advertisement
3/8
বর্তমানে দিনের পর দিন তাপমাত্রা বেড়ে চলেছে। তাই প্রতিটি বাড়িতে অন্তত একটিমাত্র ফ্যান থাকাটা জরুরি। আজকাল প্রায় সব বাড়িতেই সিলিং ফ্যান থাকে। যাঁরা এয়ার কুলার বা এসি কেনার সামর্থ্য রাখেন না, তাঁরা গরমের সময় শুধুমাত্র ফ্যানের উপরেই নির্ভর করেন।
বর্তমানে দিনের পর দিন তাপমাত্রা বেড়ে চলেছে। তাই প্রতিটি বাড়িতে অন্তত একটিমাত্র ফ্যান থাকাটা জরুরি। আজকাল প্রায় সব বাড়িতেই সিলিং ফ্যান থাকে। যাঁরা এয়ার কুলার বা এসি কেনার সামর্থ্য রাখেন না, তাঁরা গরমের সময় শুধুমাত্র ফ্যানের উপরেই নির্ভর করেন।
advertisement
4/8
তবে শীতকালে ফ্যান খুব ভাল গতিতেই চলে। কিন্তু গরম এলেই দেখা যায়, ফ্যানের গতি কমে গিয়েছে। গরমের মধ্যে ফ্যান ঠিকমতো না ঘুরলে বিরাট সমস্যার সৃষ্টি হয়।
তবে শীতকালে ফ্যান খুব ভাল গতিতেই চলে। কিন্তু গরম এলেই দেখা যায়, ফ্যানের গতি কমে গিয়েছে। গরমের মধ্যে ফ্যান ঠিকমতো না ঘুরলে বিরাট সমস্যার সৃষ্টি হয়।
advertisement
5/8
সাধারণত প্রত্যেকের বাড়িতেই সিলিং ফ্যান থাকে। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা এসি কিংবা অন্যান্য ঠান্ডার যন্ত্র ব্যবহার করেন। তবে বেশিরভাগ বাড়িতে থাকা এই সাধারণ সিলিং ফ্যান সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা হারিয়ে ফেলে। তাই কিছু বিষয় খেয়াল রাখলে ফ্যান আগের মতোই ভাল বাতাস দেবে।
সাধারণত প্রত্যেকের বাড়িতেই সিলিং ফ্যান থাকে। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা এসি কিংবা অন্যান্য ঠান্ডার যন্ত্র ব্যবহার করেন। তবে বেশিরভাগ বাড়িতে থাকা এই সাধারণ সিলিং ফ্যান সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা হারিয়ে ফেলে। তাই কিছু বিষয় খেয়াল রাখলে ফ্যান আগের মতোই ভাল বাতাস দেবে।
advertisement
6/8
ফ্যান বাতাস না দিলে তার অন্যতম কারণ হতে পারে ব্লেডে জমে থাকা ধুলো। এই ধুলো বাতাস প্রবাহের ওপর প্রভাব ফেলে। তাই প্রথমেই ফ্যানের ব্লেড ভালোভাবে পরিষ্কার করুন।
ফ্যান বাতাস না দিলে তার অন্যতম কারণ হতে পারে ব্লেডে জমে থাকা ধুলো। এই ধুলো বাতাস প্রবাহের ওপর প্রভাব ফেলে। তাই প্রথমেই ফ্যানের ব্লেড ভাল ভাবে পরিষ্কার করুন।
advertisement
7/8
এতে কাজ না হলে ফ্যানের গতি বাড়াতে কনডেন্সার পরিবর্তন করতে পারেন। সাধারণত কনডেন্সারের দাম ৭০-৮০ টাকার মধ্যে পড়ে। এটি অনলাইন ই-কমার্স সাইট কিংবা যে কোনও ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায়।
এতে কাজ না হলে ফ্যানের গতি বাড়াতে কনডেন্সার পরিবর্তন করতে পারেন। সাধারণত কনডেন্সারের দাম ৭০-৮০ টাকার মধ্যে পড়ে। এটি অনলাইন ই-কমার্স সাইট কিংবা যে কোনও ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায়।
advertisement
8/8
কনডেন্সার বদলানো এখন খুব কঠিন কাজ নয়। খুব সহজেই আপনি এটি নিজেই বদলাতে পারেন। এটি ফ্যানের মোটরের উপরে থাকে। পুরনো কনডেন্সার খুলতে গেলে তার তারগুলি কীভাবে যুক্ত রয়েছে তা লক্ষ্য করুন। নতুন কনডেন্সার একইভাবে সংযুক্ত করুন এবং তারপর ফ্যান চালিয়ে দেখুন। দেখবেন, ফ্যান সুপার স্পিডে ঘুরছে!
কনডেন্সার বদলানো এখন খুব কঠিন কাজ নয়। খুব সহজেই আপনি এটি নিজেই বদলাতে পারেন। এটি ফ্যানের মোটরের উপরে থাকে। পুরনো কনডেন্সার খুলতে গেলে তার তারগুলি কীভাবে যুক্ত রয়েছে তা লক্ষ্য করুন। নতুন কনডেন্সার একইভাবে সংযুক্ত করুন এবং তারপর ফ্যান চালিয়ে দেখুন। দেখবেন, ফ্যান সুপার স্পিডে ঘুরছে!
advertisement
advertisement
advertisement