Patharpratima Blast: পাথরপ্রতিমায় বাজি ব্যবসায়ীর বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু পরিবারের ৮ জনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Patharpratima Blast Update: পাথরপ্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তূপ চন্দ্রকান্ত বণিকের বাড়ি। সিলিন্ডার লিক করে আগুন। ছিটকে সিলিন্ডার গিয়ে পড়ে পুকুরে। বিস্ফোরণের অভিঘাতে উড়েছে বাড়ির ছাদ-দেওয়ালও। বেঁকে গিয়েছে টিন। তুবড়ে গিয়েছে সিলিং ফ্যান।
অনুপ চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা: ফের বাজি কেড়ে নিল প্রাণ ৷ সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের আট সদস্যের। তাঁদের মধ্যে রয়েছে দু’জন সদ্যজাত-সহ চার শিশুও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক জন। দীর্ঘ দিন ধরেই বাজি বানানোর ব্যবসায় যুক্ত বণিক পরিবার। তাঁদের কাছে বাজি তৈরির লাইসেন্সও ছিল বলে প্রশাসন সুত্রে খবর। রাজ্যে একের পর এক জায়গায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ হওয়ার পর প্রতিবেশীরা ওই পরিবারকে বাজির কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধও করেছিলেন। সেই অনুরোধ শোনা হয়নি বলে দাবি স্থানীয়দের।
গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে বাড়িতে মজুত বাজিতে আগুন লেগে যায়। তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রায়পুর তৃতীয়ঘেরিতে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসন্তী পুজোর জন্য বাড়িতে প্রচুর পরিমাণ বাজি মজুত করা ছিল। তা থেকেই এই মর্মান্তিক ঘটনা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদ-দেওয়ালও। বেঁকে গিয়েছে টিন। তুবড়ে গিয়েছে সিলিং ফ্যান।
advertisement
advertisement
বাজি তৈরির সময়ে বিস্ফোরণের কারণে দুই ভাই তুষার ও চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের দুই সন্তান অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (আট মাস), তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক (৬), অঙ্কিত বণিক (৬ মাস), চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিকের (২৮) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই দুই ভাই তুষার ও চন্দ্রকান্তের কোনও খোঁজ মেলেনি। তুষারের স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তাঁরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
advertisement
জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণের সময়ে পরিবারের তিনজন বাইরে ছিলেন। ওই বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল। বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেও বিস্ফোরণ হয়। বাড়িটিতে আগুন লাগতে দেখে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরেই বাজি বানাচ্ছিল এই পরিবার বলে জানা গিয়েছে।
advertisement
তবে বাজি তৈরির বৈধ লাইসেন্স ছিল কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। বদ্ধ ঘরে জনবহুল জায়গায় এ ভাবে বাজি তৈরি করা হচ্ছিল কী ভাবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
April 01, 2025 8:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima Blast: পাথরপ্রতিমায় বাজি ব্যবসায়ীর বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু পরিবারের ৮ জনের