মল্ল রাজাদের মা মৃন্ময়ীর পটচিত্র কোথায় তৈরি হয় জানেন? ৮৭ পুরুষ ধরে শিল্পকে জিইয়ে রেখেছে 'এই' পরিবার
- Reported by:Aniket Bauri
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Pata Chitra: বিষ্ণুপুরের মল্ল রাজাদের রীতিনীতি মেনে পটের প্রতিমাতেই মা মৃন্ময়ীর পুজো হয়। তবে এই পটের প্রতিমা কোন শিল্পী বা কোথাকার শিল্পী বানায় জানেন?
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: বাঁকুড়ার এই শিল্পীর হাতের ছোঁয়ায় মা দুর্গার প্রতিমা ফুটে উঠছে পট শিল্পের মাধ্যমে। বিষ্ণুপুরের মল্ল রাজাদের রীতিনীতি মেনেই পটের প্রতিমাতেই মা মৃন্ময়ীর পুজো হয়। তবে এই পটের প্রতিমা কোন শিল্পী বা কোথাকার শিল্পী বানায় জানেন? এই বছর এই পটশিল্পীর নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় ১৬ পিস পটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, তার মধ্যে দুটো পটের প্রতিমা পাড়ি দিয়েছে কলকাতা। মল্ল রাজাদের বড় ঠাকুরণ, মেজ ঠাকুরণ ও ছোট ঠাকুরণের পটের প্রতিমাগুলি তৈরি করেন এই শিল্পী।
৮৭ পুরুষ ধরে এই পটচিত্র বানিয়ে আসছেন বিষ্ণুপুর পৌর শহরের ফৌজদার পরিবার। এখন বর্তমানে শীতল ফৌজদার নামে এই শিল্পী পটচিত্র বানাচ্ছেন। শিল্পী তাঁর কাকার কাছ থেকে পট চিত্রের কাজ শিখেছিলেন। তিনিও তার ভাইপোদের এই শিল্পের কাজ শেখাচ্ছেন। বিশেষ করে আগামী দিনে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য তৈরি করছেন তাদেরকে। যদিও এই শিল্পে এই প্রজন্মের ছেলেমেয়েরা আর আসতে চাইছে না। তাহলেও এই শিল্পকে তো টিকিয়ে রাখতে হবে। সেই জন্যই ভাইপোদের শেখাচ্ছেন এই পটচিত্র।
advertisement
আরও পড়ুনঃ আভিজাত্যের মাঝেও ঐতিহ্যের ছোঁয়া! লাল ঘোড়া, টেরাকোটার পুতুল দিয়ে শিল্পাঞ্চলের দুর্গাপুজো, না দেখলে চরম মিস
বিষ্ণুপুর পৌর শহরের এই পট শিল্পী ১৬টা প্রতিমার বরাত পেয়েছেন। প্রত্যেক বছরের মতো রীতিনীতি মেনে মল্ল রাজাদের বড় ঠাকুরণ, মেজ ঠাকুরণ ও ছোট ঠাকুরণের পটের প্রতিমা বানিয়েছেন। সুদূর কলকাতাতেও পাড়ি দিয়েছে, এই শিল্পীর হাতে তৈরি পটের প্রতিমা। এছাড়াও বাঁকুড়ার বিভিন্ন জায়গাতেও এই পটের তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে।
advertisement
advertisement
কীভাবে তৈরি হয় পটের প্রতিমা?
এই পটচিত্রগুলি বানানোর জন্য শিল্পী সর্বপ্রথম বাজার থেকে নতুন সাদা, সুতির কাপড় কিনে আনেন। সেগুলি সাইজ করে কেটে নেন। এরপর, খড়িমাটি ও তেঁতুল বীজের আঠা-সহ বেশ কিছু ন্যাচারাল আঠা দিয়ে কিছু কাপড়কে একসঙ্গে চিটিয়ে পেপার প্রস্তুত করেন। এরপরই শীতল বাবুর নিপুণ সুক্ষ হাতের ছোঁয়ায় রঙ তুলি দিয়ে ফুটিয়ে তোলেন মা দুর্গার প্রতিমা। এই পটশিল্প বিষ্ণুপুরের এক ঐতিহ্য, যা এখনও টিকিয়ে রেখেছেন এই শিল্পী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 13, 2025 9:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মল্ল রাজাদের মা মৃন্ময়ীর পটচিত্র কোথায় তৈরি হয় জানেন? ৮৭ পুরুষ ধরে শিল্পকে জিইয়ে রেখেছে 'এই' পরিবার







