আভিজাত্যের মাঝেও ঐতিহ্যের ছোঁয়া! লাল ঘোড়া, টেরাকোটার পুতুল দিয়ে শিল্পাঞ্চলের দুর্গাপুজো, না দেখলে চরম মিস

Last Updated:

Durga Puja 2025: দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায় নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী একদল পোড়া মাটির লাল ঘোড়া। সঙ্গে থাকছে টেরাকোটার নানান কারুকার্যে পরিপূর্ণ পোড়া মাটির পুতুল।

+
টেরাকোটার

টেরাকোটার নানান কারুকার্যে সেজে উঠছে দুর্গাপুরের সেক্টর টু-সি দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ

দুর্গাপুর,দীপিকা সরকার: বাঁকুড়া বিষ্ণুপুরের একদল লাল ঘোড়া এবার ছুটে এল দুর্গাপুরে। সঙ্গে টেরাকোটার হাজার হাজার পুতুল। কিন্তু ব্যপারটা কী? প্রাচীন ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অভিনব প্রয়াস। দুর্গাপুরের বিধাননগরের মতো আভিজাত্যপূর্ণ এলাকায় এবার দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায় নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী একদল পোড়া মাটির লাল ঘোড়া। সঙ্গে থাকছে টেরাকোটার নানান কারুকার্যে পরিপূর্ণ পোড়া মাটির পুতুল। পুতুলগুলির কারও মুখে সানাই, কারও বাঁশি, তো কেউ তবলা বাজাচ্ছে, আবার কেউ বাজাচ্ছে ঢোল।
পাশাপাশি হাজার হাজার ঝুড়ি, কুলো ও মাদুর-সহ বাংলার নানান হস্তশিল্প দিয়ে গড়ে উঠছে একটি আকর্ষণীয় মণ্ডপ। কোথায় গেলে দেখা মিলবে এমন চোখ জুড়ানো মণ্ডপসজ্জা?
আরও পড়ুনঃ বাংলার বুকে ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দির! ভারত-বাংলাদেশ সীমান্তের ঢিল ছোড়া দূরত্বে তৈরি হচ্ছে ৯০ ফুটের মণ্ডপ, এক্কেবারে মিস করবেন না
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সেক্টর টু-সি দুর্গাপুজো কমিটির পুজোর মণ্ডপে এমনই নিদর্শন ফুটে উঠছে এবার। তাঁদের মণ্ডপ ও প্রতিমা পরিবেশ মনমুগ্ধকর হয়ে ওঠে প্রতিবছরই। দর্শনার্থীদের সমাগম হয় চোখে পড়ার মত। তাঁদের পুজো এবার ৩৮’তম বর্ষে পদার্পণ করছে। এবারের তাঁদের পুজোর থিম ‘বাংলায় এল মা’। প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয় করে থিম গড়ে উঠছে। আকর্ষণীয় মণ্ডপ গড়ছে নবদ্বীপের গুণী শিল্পীরা। সঙ্গে রয়েছেন মেদিনীপুরের একাধিক হস্ত শিল্পী। মণ্ডপ চত্বরেই তৈরি হচ্ছে হস্ত শিল্পের নানান সামগ্রী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৪৫০ বছরের এক করুণ ইতিহাস লুকিয়ে রয়েছে ব‍্যবত্তাবাটির বনেদি বাড়ির দুর্গাপুজোয়! শুনলে চোখে জল আসবে
মণ্ডপ তৈরির এক অন্যতম শিল্পী ধর্ম কুণ্ডু জানান, এই রাজ্যে প্রথম এই থিম করা হচ্ছে। বাংলার সমস্ত হস্ত ও কুটির শিল্পের সামগ্রী দিয়ে মণ্ডপ সেজে উঠছে। টেরাকোটার, পোড়া মাটির পুতুল, ঝুড়ি, কুলো ও মাদুর ছাড়াও মণ্ডপ তৈরি করতে ব্যবহার হচ্ছে, চাটাই, বাঁশ, চালুনি, কাপড়, ফাইবারের মডেল-সহ নানান হস্তশিল্প।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেড় হাজার ঝুড়ি, এক হাজার পোড়া মাটির পুতুল, দেড় হাজার মাদুর ও শতাধিক কুলো দিয়ে সজ্জিত হচ্ছে মণ্ডপ। মণ্ডপে থাকছে আরও আকর্ষণীয় ঝুড়ি দিয়ে তৈরি দুর্গা, কালি ও গনেশ-সহ একাধিক দেবদেবীর মডেল। প্রায় ১৫ জন শিল্পী রাতদিন এক করে নিখুঁত হাতে মণ্ডপ গড়ে তুলছেন।
advertisement
পুজো উদ্যোক্তা দেবাশিস গোস্বামী জানান, বাঁকুড়ার টেরাকোটা ঘোড়া একটি বিখ্যাত লোকশিল্পের নিদর্শন। যা মূলত বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে তৈরি হয়। সেই নিদর্শন ফুটিয়ে তোলা হচ্ছে এবারের মণ্ডপে। মণ্ডপ চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য খ্যাতি আছে এই পুজোর। মণ্ডপ চত্বরে একটি মেলাও বসে প্রতিবছরই। তা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্নতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বহু বার সেরা শিরোপা পেয়েছে।
advertisement
পুজোর সম্পাদক ও যুগ্ম সম্পাদক অরুপ দাস ও অরুণ দত্ত জানান, মণ্ডপ ও প্রতিমাতে পুজো কমিটি বহুবার পুরস্কার পেয়েছে। এবার তাঁদের থিমের মূল উদ্দেশ্য, প্লাস্টিকের দাপটে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হস্তশিল্পের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিতি করানো। পাশাপাশি হস্তশিল্পীদের রোজগারের দিশা দেখানো।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আভিজাত্যের মাঝেও ঐতিহ্যের ছোঁয়া! লাল ঘোড়া, টেরাকোটার পুতুল দিয়ে শিল্পাঞ্চলের দুর্গাপুজো, না দেখলে চরম মিস
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement