West Burdhaman News: বাবার বকুনি খেয়ে ছেলে যে কাজ করল...! ঘণ্টার পর ঘণ্টা এলাকায় হুলুস্থুল কাণ্ড! ভাবতেই পারবেন না!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Father-Son: তৎক্ষণাৎ বিষয়টি কারও নজরে আসেনি। পরে এমন কাণ্ড দেখতে পেয়ে এলাকায় হইচই শুরু হয়ে যায়।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বাবার শাসনে ছেলে যে এমন কাণ্ড করতে পারে, তা কেউ ভেবে উঠতে পারেননি। ছেলের এমন কাজে এলাকায় ঘণ্টার পর ঘন্টা হুলস্থুল কান্ড। ছেলেকে উদ্ধার করতে গিয়ে রীতিমত বেগ পেতে হয়েছে পুলিশ, প্রশাসনকে। কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠায় কাটিয়েছেন পরিবারের সদস্যরা। চরম উদ্বেগে অপেক্ষা করতে হয়েছে স্থানীয় মানুষজনকে।
আসানসোলের কুলটির শাকতোরিয়া এলাকার ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারে বাবার সঙ্গে কিছু বিষয় নিয়ে অশান্তি হয়েছিল ওই যুবকের। তারপর বাবার শাসন ও বকুনিতে বিরক্ত হয়ে ওই যুবক উঠে পড়েছিলেন উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের খুঁটিতে। যদিও তৎক্ষণাৎ বিষয়টি কারও নজরে আসেনি। পরে এমন কান্ড দেখতে পেয়ে এলাকায় হৈচৈ শুরু হয়ে যায়।
advertisement
আরও পড়ুন- মর্মান্তিক! কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল পরিবার! মন্দিরবাজারে শোরগোল
প্রথমে স্থানীয়রা ওই যুবককে বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসতে নানাভাবে অনুরোধ করেন। কিন্তু কোনও লাভ হয় না। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন শাকতোরিয়া থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু তারাও দীর্ঘ চেষ্টা করে তাকে নিচে নামাতে পারেননি। খবর যায় দমকলের কাছে। তারপর দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় যুবককে নিচে নামানো সম্ভব হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থ্রেট কালচারের ‘শিকার’ স্নাতকোত্তরের ছাত্রী? কী হয়েছে তাঁর সঙ্গে? অভিযোগে চাঞ্চল্য!
স্থানীয়রা জানিয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের ওই যুবক মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার ওপর বাবার বকুনি খেয়ে সে এমন কাণ্ড করেছে বলে ধারণা। যদিও প্রশাসনের তৎপরতায় তাকে সুস্থভাবে নিচে নামানো সম্ভব হয়েছে। তাকে এই বিষয়ে চিকিৎসা দেওয়া হবে বলে সূত্রের খবর। অন্যদিকে সুস্থ ভাবে ওই যুবককে নিচে নামানোয় স্বস্তিতে পরিবারসহ সকলে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 5:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdhaman News: বাবার বকুনি খেয়ে ছেলে যে কাজ করল...! ঘণ্টার পর ঘণ্টা এলাকায় হুলুস্থুল কাণ্ড! ভাবতেই পারবেন না!