Newborn: মর্মান্তিক! কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল পরিবার! মন্দিরবাজারে শোরগোল
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Newborn girl child buried in the ground: প্রসূতি মহিলা চিকিৎসাধীন রয়েছেন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে মন্দির বাজার থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা, মন্দিরবাজার: কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাত শিশুকে পুঁতে দিল পরিবার! ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চাঁদপুর ধোপারহাট এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলা শিশুকন্যার জন্ম দেন। শিশুকন্যাকে মেনে নিতে পারেনি পরিবার। তাকে মাটিতে পুঁতে ফেলা হয়।
আরও পড়ুন- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের ডিজিট বদল! ট্যাবের টাকা গায়েবের নেপথ্যে রহস্য ফাঁস! কী পেলেন তদন্তকারীরা?
খবর চাউর হলে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মহিলার আরও ৫ সন্তান রয়েছে। প্রসূতি মহিলা চিকিৎসাধীন রয়েছেন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে মন্দির বাজার থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Newborn: মর্মান্তিক! কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল পরিবার! মন্দিরবাজারে শোরগোল