East Bardhaman News: প্রশাসনের উদাসীনতা! 'ধানের গোলা'য় মাথা ঠুকছেন চাষিরা, খুঁজে পাচ্ছেন না কূলকিনারা

Last Updated:

পূর্ব বর্ধমান জেলা রাজ্যের ধানের গোলা নামে পরিচিত

+
ধান

ধান চাষ

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা রাজ্যের ধানের গোলা নামে পরিচিত। তবে এবার সেই ধান চাষ করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। গত চার বছর ধরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কাষ্ঠশালী অঞ্চলের চাষিরা রিভার পাম্প থেকে সেচের জল পাচ্ছেন না। চাষিদের অভিযোগ প্রশাসনের তরফে রিভার পাম্প পুনরায় চালু করার বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন নির্দিষ্ট এলাকার চাষিরা। পাম্পের জল না মেলায় বাধ্য হয়ে চাষিদের উচ্চমূল্যে ভাড়া করা সাবমার্সিবল পাম্পের জল কিনতে হচ্ছে, যা বর্তমানে চরম আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আনসার শেখ নামের এক চাষি বলেন, ‘অনেকদিন ধরেই এই পাম্প বন্ধ হয়ে রয়েছে। আমাদের চাষের জন্য বেশি দামে জল কিনতে হচ্ছে।’
স্থানীয় চাষিদের অভিযোগ, কৃষি সেচ দফতর থেকে গত চার বছরে কোনও আধিকারিক তাঁদের দুর্দশার খবর জানতে আসেননি। এমনকি এবিষয়ে স্থানীয় বিধায়কের কাছেও একাধিকবার জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। ফলে চাষের মরসুমে জলসঙ্কটে নাজেহাল হতে হচ্ছে শত শত কৃষককে। অমল সর্দার নামের আর এক চাষি বলেন, ‘আগে ভাল চাষ হত আমাদের এখানে, কিন্তু পাম্প বন্ধ হয়ে যাওয়ায় আমরা সকলেই সমস্যায় পড়েছি। এই সমস্যার সমাধান হলে ভাল হয়।’
advertisement
advertisement
পূর্বস্থলী দুই ব্লকের কাষ্ঠশালী মৌজায় গঙ্গার ধারে প্রায় ৪০০ বিঘা জমিতে ধান ও সবজির চাষ হয়। চাষিদের সুবিধার্থে প্রায় ১০ বছর আগে সরকারি উদ্যোগে রিভার পাম্পটি বসানো হয়েছিল। কিন্তু প্রথমদিকে জল পাওয়া গেলেও, গত চার বছর ধরে এই পাম্প বন্ধ হয়ে রয়েছে। সেচের অভাবে এলাকার চাষিরা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাষের খরচ যেমন বেড়েছে, তেমনই কমেছে উৎপাদন। দ্রুত রিভার পাম্প পুনরায় চালু না হলে চাষাবাদে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। চাষিরা আজ জলসঙ্কটের শিকার, চরম সমস্যায় পড়েছেন অনেকেই। সকলেই চাইছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: প্রশাসনের উদাসীনতা! 'ধানের গোলা'য় মাথা ঠুকছেন চাষিরা, খুঁজে পাচ্ছেন না কূলকিনারা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement