Khagragarh Fake Currency Follow up|| 'এই' বাড়িতেই মাসের পর মাস চলছিল জাল নোট ছাপা! অবাক খাগড়াগড়ের বাসিন্দারা

Last Updated:

Fake currency recovered from Khagragarh: বর্ধমানের খাগড়াগড়ের মাঠপাড়ায় জাল নোট ছাপার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম গোপাল সিং, দীপঙ্কর চক্রবর্তী ও বিপুল সরকার।

#খাগড়াগড়: বাড়িতে থাকত তিন মহিলা। তার মধ্যে দু'জন শারীরিকভাবে চলাফেরায় অক্ষম। আর এক মহিলা থাকত শিশুকে নিয়ে। এক তলার সেই বাড়িতেই যে জাল নোট ছাপার কাজ চলছিল মাসের পর মাস ধরে তা কল্পনাতেও আনতে পারেননি খাগড়াগড়ের বাসিন্দারা। বাড়িতে দুই অসুস্থ মহিলা থাকায় পরিবারের সবাইকে সহানুভূতির চোখেই দেখত প্রতিবেশীরা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চলছিল জাল নোট ছাপার কারবার।
বর্ধমানের খাগড়াগড়ের মাঠপাড়ায় জাল নোট ছাপার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম গোপাল সিং, দীপঙ্কর চক্রবর্তী ও বিপুল সরকার। শুধু ৫০০ টাকার জাল নোট ছাপাই নয়, তারা নকল ডলার ছাপার কাজেও যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি জাল ৫০০ টাকার নোট ও ডলার ছাপার ডাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ছাড়াও ২৪টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে জাল নোট ছাপার কাগজ, মেশিন, রাসায়নিক।
advertisement
আরও পড়ুন: রাজ্যের শিক্ষা সচিবকে নোটিশ সিবিআইয়ের, কোন পথে এগোচ্ছে তদন্ত?
৫ মাস আগে একতলা এই বাড়িটি ভাড়া নিয়েছিল গোপাল সিং। সেই বাড়ির তিনটি ঘরের একটিতে চলত জাল নোট ছাপার কাজ। এই কাজে গোপাল সঙ্গী ছিল দীপঙ্কর ও বিপুল। উত্তর ২৪ পরগণার দীপঙ্কর এই জাল নোট ছাপার কাজে মূল মাথা বলে মনে করছে পুলিশ। গোপাল ওই বাড়িতেই থাকতো। দীপঙ্কর ও বিপুল যাতায়াত করত। এলাকার বাসিন্দারা বলছেন, বাড়ির সদস্যরা কেউ প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করত না। তাদের বাড়িতে এলাকার কারও যাতায়াত ছিল না। বাড়ির দরজা সব সময় বন্ধ থাকত। তবে বাইরে থেকে অনেকেই আসা-যাওয়া করত। বাড়িতে দুই অসুস্থ মহিলা, সেই বাড়িতে যে এমন কাণ্ড কারখানা চলছে তা ভেবে উঠতে পারেননি কেউই। বাসিন্দারা বলছেন, পরিচ্ছন্ন পোশাকের শান্ত স্বভাবের লোক হিসেবেই দেখা যেত গোপালকে। তবে সে যে ঘরের ভেতর ডাইসে জাল নোট ছাপছিল তা বুঝে উঠতে পারেনি কেউই।
advertisement
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khagragarh Fake Currency Follow up|| 'এই' বাড়িতেই মাসের পর মাস চলছিল জাল নোট ছাপা! অবাক খাগড়াগড়ের বাসিন্দারা
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement