#কলকাতা: রাজ্যের শিক্ষা সচিবকে মনীশ জৈনকে নোটিশ পাঠালো সিবিআই। এসএসসি দফতরের ৮টি ঘর দখল নিয়েছে সিবিআই, সিল করা হয়েছে ঘর। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ডেটা রুমের পাহাড়ায়। এসএসসি নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি অবিলম্বে সিবিআই হাতে তুলে দিক শিক্ষা সচিব, এই মর্মে নোটিশ পাঠান হয়েছে সিবিআইয়ের তরফে।
এসএসসি নিয়োগ দুর্নীতির রহস্যভেদে এবার অন্যতম মূল প্রমাণ হিসেবে সিবিআই কর্তাদের নজরে রয়েছে যাবতীয় ডিজিটাল তথ্য। সেই তথ্য যাতে সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকে তাতে জোর দিল সিবিআই। এসএসসি অফিস আচার্য সদনের সার্ভার লক করে দেওয়া হয়েছে। এসএসসি নবম-দশম শ্রেণি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে এই নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্যরাও। উঠে আসছে একের পর এক তথ্য। নিয়োগ দুর্নীতির রহস্য ভেদে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুর্নীতির একটা বড় অংশ লুকিয়ে রয়েছে ডিজিটাল তথ্যে। যে তথ্য থেকেই তদন্তের একটা দিক খুলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: অস্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়, রক্ষাকবচ দিল না আদালত, মন্ত্রীত্ব থেকে সরানোর সুপারিশও বহাল
এসএসসি অফিস থেকে যাতে কোনও নথি ও তথ্য চুরি বা লোপাট না হয়ে যায়, বা নষ্ট না হয় তার জন্য নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা হাইকোর্টর নির্দেশের পরই বৃহস্পতিবার গভীর রাত থেকেই এই নিরাপত্তার ব্যবস্থা। আর ডিজিটাল তথ্য সংরক্ষিত রাখতেই সার্ভার লক করে দিয়েছে সিবিআই। যে সার্ভার থেকেই পরিচালিত হত এসএসসি দফতরের গুরুত্বপূর্ণ কম্পিউটারগুলি। যেখানে রয়েছে নিয়োগ সংক্রান্ত ডিজিটাল তথ্য। যে তথ্যগুলি প্রয়োজন মতো সংগ্রহ করবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: ভিন ধর্মে প্রেম করেছিল মেয়ে, বাবা-দাদা মিলে এমন কাণ্ড ঘটাবে ভাবেনি কেউ!
উল্লেখ্য নিয়োগপত্রে যে কর্তার সই রয়েছে, সেটিও ডিজিটাল ফরম্যাটে বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা জানতে পারেন পাসওয়ার্ড দিয়ে ওই সই লক থাকত। সেক্ষেত্রে এই তথ্যও যাতে সংরক্ষিত থাকে সেই বিষয়ে জোর দিতে চেয়েছেন সিবিআই কর্তারা।
তাই তথ্য নষ্ট বা চুরি যাতে না হয়, তাই সার্ভার লক করে কম্পিউটারগুলি কার্যত সিল করে দিয়েছে সিবিআই। আর এই গোটা প্রক্রিয়ায় ছিলেন সিবিআইয়ের এসপি পদ মর্যাদার অফিসার, একজন ডিএসপি। ছিলেন সিবিআইয়ের সাইবার বিশেষজ্ঞ ও টেকনিক্যাল টিম। বৃহস্পতিবার রাতেই এই কাজ সম্পন্ন হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, SSC Scam