#নরেন্দ্রপুর, অর্পণ মণ্ডল: ভুয়ো সিবিআই অফিসার ধরল নরেন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি গোপন ক্যামেরাও। রবিবার মহামায়াতলার ঘটনা৷
পুলিশ সূত্রে খবর, গাড়িতে ভুয়ো ক্রাইম ব্যুরো ইনভেসটিগেশন বোর্ড লাগানোর ঘটনায় নরেন্দ্রপুর থানার মহামায়াতলা থেকে গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। শনিবার রাতে টহল দেওয়ার সময় নরেন্দ্রপুর থানার পুলিশের নজরে আসে বিষয়টি৷ সন্দেহ হওযায় তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে জিজ্ঞাসাবাদ করে। এরপরে তদন্তকারীরা তাদের কাছ থেকে সিবিআই এর ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করে।
আরও পড়ুন: ইডি-র আবেদনে সাড়া, বসছে হাই কোর্টের বিশেষ বেঞ্চ! আজই SSKM ছাড়তে হবে পার্থকে?
পুলিশের প্রাথমিক অনুমান, সিবিআই এর নামে ভুয়ো পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা তুলত তারা। ধৃতদের রবিবার বারুইপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে নরেন্দ্রপুর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fake, Fake CBI Officer