Fake CBI Officers || ভুয়ো সিবিআই অফিসার পরিচয়ে গ্রেফতার তিন, বাজেয়াপ্ত একটি গাড়িও
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Fake CBI Officers || পুলিশের প্রাথমিক অনুমান, সিবিআই এর নামে ভুয়ো পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা তুলত তারা। ধৃতদের রবিবার বারুইপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে নরেন্দ্রপুর থানার পুলিশ।
#নরেন্দ্রপুর, অর্পণ মণ্ডল: ভুয়ো সিবিআই অফিসার ধরল নরেন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি গোপন ক্যামেরাও। রবিবার মহামায়াতলার ঘটনা৷
পুলিশ সূত্রে খবর, গাড়িতে ভুয়ো ক্রাইম ব্যুরো ইনভেসটিগেশন বোর্ড লাগানোর ঘটনায় নরেন্দ্রপুর থানার মহামায়াতলা থেকে গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। শনিবার রাতে টহল দেওয়ার সময় নরেন্দ্রপুর থানার পুলিশের নজরে আসে বিষয়টি৷ সন্দেহ হওযায় তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে জিজ্ঞাসাবাদ করে। এরপরে তদন্তকারীরা তাদের কাছ থেকে সিবিআই এর ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করে।
advertisement
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, সিবিআই এর নামে ভুয়ো পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা তুলত তারা। ধৃতদের রবিবার বারুইপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে নরেন্দ্রপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2022 7:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake CBI Officers || ভুয়ো সিবিআই অফিসার পরিচয়ে গ্রেফতার তিন, বাজেয়াপ্ত একটি গাড়িও