গোপন সূত্রে খবর পেয়ে লালগড়ে জাল ভুটান লটারির পর্দাফাঁস, গ্রেফতার এক

Last Updated:

লালগড় বাজারে ডিডিআই ও সিআইডি জাল ভুটান লটারির র‌্যাকেট ফাঁস করে শম্ভুরুই দাসকে গ্রেফতার করেছে. শেখ সাদেকুল হক আনসারির বাড়ি থেকেও জাল লটারি ও ছাপার যন্ত্র উদ্ধার.

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ঝাড়গ্রাম, রাজু সিং : নাগাল্যান্ডের ‘ডিয়ার গঙ্গা’ লটারির জাল লটারি র‌্যাকেটের পর এবার জাল ভুটান লটারির হদিশ লালগড়ে। গোপন সূত্রে খবর পেয়ে লালগড় বাজার থেকে ডিডিআই ও সিআইডি হানা দিয়ে জাল লটারি-সহ গ্রেফতার করে এক ব্যক্তিকে।
রাজ্য জুড়ে অবৈধ লটারির কারবার চলছিল বলে অভিযোগ। সেই মতো এর তদন্ত করছিল ডিডিআই ও সিআইডি। বিভিন্ন জায়গায় হানা দিয়ে তা উদ্ধার হয়েছে। এবার তারই হদিশ মিলল ঝাড়গ্রামের লালগড়ে। এস আই চকে শম্ভুরুই দাস নিজের দোকানে অবৈধ ভাবে ভুটান লটারির ব্যবসা বেশ কয়েকদিন ধরে চালাচ্ছিল বলে অভিযোগ। কিন্তু এই লটারি আসছে কোথা থেকে? এরপরেই খবর যায় ডিডিআই এর কাছে। বুধবার বিকালে তাকে দোকান থেকে লটারি-সহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে ৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এর আগেই জামবনি থানার পুলিশ চিঁচিড়ায় হানা দিয়ে গ্রেফতার করে  শেখ সাদেকুল হক আনসারিকে। তার বাড়ি থেকে উদ্ধার হয়—জাল লটারি টিকিট, আধুনিক ছাপার মেশিন, কাটিং মেশিন, কম্পিউটার ও নগদ টাকা। পুলিশ জানায়, অভিযুক্ত নিজের বাড়িতেই গোপন ছাপাখানা চালিয়ে নিয়মিত জাল টিকিট ছাপত এবং আসল লটারির রেজাল্ট কপি করে বাজারে ছাড়ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গোপন সূত্রে খবর পেয়ে লালগড়ে জাল ভুটান লটারির পর্দাফাঁস, গ্রেফতার এক
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement