Chess Trainer of Bengal: বিশেষভাবে সক্ষম, দৃষ্টিহীন হয়ে সফল দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষক, পেলেন রাষ্ট্রপতি পুরস্কার

Last Updated:
Chess Trainer of Bengal: বিশেষ ভাবে সক্ষম, তবুও হার মানেননি। সমস্ত প্রতিকূলতাকে জয় করে উত্তরপাড়ার গর্বের সন্তান যুধাজিৎ দে দৃষ্টিহীন হয়ে সফল দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষক, পেলেন রাষ্ট্রপতি পুরস্কার।
1/6
হুগলি: বিশেষ ভাবে সক্ষম, তবুও হার মানেননি। সমস্ত প্রতিকূলতাকে জয় করে উত্তরপাড়ার গর্বের সন্তান যুধাজিৎ দে দৃষ্টিহীন হয়ে সফল দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষক, পেলেন রাষ্ট্রপতি পুরস্কার।
হুগলি: বিশেষ ভাবে সক্ষম, তবুও হার মানেননি। সমস্ত প্রতিকূলতাকে জয় করে উত্তরপাড়ার গর্বের সন্তান যুধাজিৎ দে দৃষ্টিহীন হয়ে সফল দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষক, পেলেন রাষ্ট্রপতি পুরস্কার।
advertisement
2/6
যুধাজিৎ দে এক এমন একটি নাম যিনি কোনও দিন জীবনের প্রতিবন্ধকতাকে বড় করে দেখেননি। তিনি ছোট থেকেই দাবা খেলায় আগ্রহী ছিলেন। আজকের দিনে তিনি এক সফল দাবা প্রশিক্ষক। যে নিজেকে একজন দৃষ্টিহীন হয়েও দৃষ্টি সম্পন্ন দাবা খেলোয়াড় দের সফল প্রশিক্ষক। তাঁর ঝুলিতে আছে একাধিক জাতীয় পুরস্কার।
যুধাজিৎ দে এক এমন একটি নাম যিনি কোনও দিন জীবনের প্রতিবন্ধকতাকে বড় করে দেখেননি। তিনি ছোট থেকেই দাবা খেলায় আগ্রহী ছিলেন। আজকের দিনে তিনি এক সফল দাবা প্রশিক্ষক। যে নিজেকে একজন দৃষ্টিহীন হয়েও দৃষ্টি সম্পন্ন দাবা খেলোয়াড় দের সফল প্রশিক্ষক। তাঁর ঝুলিতে আছে একাধিক জাতীয় পুরস্কার।
advertisement
3/6
ভারতের রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু র কাছ থেকে নিজের অসামান্য কৃতিত্বের জন্য পেলেন রাষ্ট্রপতি পুরস্কার, এই খবর বাড়িতে আসতেই পরিবার সহ হুগলি জেলা জুড়ে গর্বিত এখন সকলেই।
ভারতের রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু র কাছ থেকে নিজের অসামান্য কৃতিত্বের জন্য পেলেন রাষ্ট্রপতি পুরস্কার, এই খবর বাড়িতে আসতেই পরিবার সহ হুগলি জেলা জুড়ে গর্বিত এখন সকলেই।
advertisement
4/6
এই বিষয় পরিবারের দাদার সঙ্গে যোগাযোগ করা হলে টেলিফোনে দাদা জানান, ছোট থেকেই তাঁর ভাইয়ের অধ্যাবসায় ও ইচ্ছে শক্তি আজ এই সম্মান।এই মুহুর্তে তারা দিল্লীতে। আগামী ৬ তারিখ উত্তরপাড়ায় ফিরবেন।
এই বিষয় পরিবারের দাদার সঙ্গে যোগাযোগ করা হলে টেলিফোনে দাদা জানান, ছোট থেকেই তাঁর ভাইয়ের অধ্যাবসায় ও ইচ্ছে শক্তি আজ এই সম্মান।এই মুহুর্তে তারা দিল্লীতে। আগামী ৬ তারিখ উত্তরপাড়ায় ফিরবেন।
advertisement
5/6
যুধাজিৎ এর এই সাফল্যে ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের পুরপ্রধান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানান এবং আগামীদিনে তাকে ফিরে আসার পর পুরসভার পক্ষ থেকে সম্মাননা জানানো হবে বলে জানান।
যুধাজিৎ এর এই সাফল্যে ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের পুরপ্রধান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানান এবং আগামীদিনে তাকে ফিরে আসার পর পুরসভার পক্ষ থেকে সম্মাননা জানানো হবে বলে জানান।
advertisement
6/6
এই বিষয়ে যুধাজিৎ জানান, তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মাননা পেয়ে, তিনি আগামী দিনে একটাই বার্তা দিতে চান জীবনে চলার পথে কোনো প্রতিবন্ধকতাই বড় নয় নিজের ইচ্ছে শক্তি ও জেদের কাছে।
এই বিষয়ে যুধাজিৎ জানান, তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মাননা পেয়ে, তিনি আগামী দিনে একটাই বার্তা দিতে চান জীবনে চলার পথে কোনো প্রতিবন্ধকতাই বড় নয় নিজের ইচ্ছে শক্তি ও জেদের কাছে।
advertisement
advertisement
advertisement