West Medinipur News: নাড়া থেকেই পাকা ধানের সর্বনাশ! পুড়ছে বিঘার পর বিঘা সোনালি ফসল, শীত পড়তেই নতুন আতঙ্কে ধান চাষিরা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: মাঠের নাড়া পোড়ানোর জেরে পুড়ে যাচ্ছে পাশের জমির পাকা ধান। দাউদাউ করে জ্বলা আগুন নেভাল স্থানীয় চাষি ও পুলিশ। কে বা কারা আগুন লাগাচ্ছে নাড়ায়? তদন্তে বেলদা পুলিশ।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চলছে ধান কাটার মরশুম। দিকে দিকে মেশিন দিয়ে হচ্ছে ধান কাটা। স্বাভাবিকভাবে বাড়িতে ধান তোলা হলেও অব্যবহৃত খড় ফেলে দেওয়া হচ্ছে মাঠে। কৃষি বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নাড়া। তবে বেশ কিছু চাষিরা সেই নাড়াতে লাগিয়ে দিচ্ছে আগুন। যার ফলে শুধু যে সেই মাঠের খড় পুড়ছে তা নয়, শীতে উত্তরে বাতাসের কারণে আগুন অনায়াসে ছড়াচ্ছে পার্শ্ববর্তী জমিগুলোতেও। আগুনে পুড়ে যাচ্ছে মাঠের মধ্যে থাকা সোনালি ধানও।
চলতি সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গা থেকে নাড়া পোড়ানোর খবর সামনে এসেছে। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এলাকায় একটি জমিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয় চাষিরা। পুলিশের টোল ফ্রি নম্বরে ফোন করে পুলিশে খবর দেয় কৃষকেরা। ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।
আরও পড়ুনঃ পরিচিতির সুযোগ নিয়ে মহিলার বাড়িতে লুটপাট! চুরি যাওয়া সোনার গয়না ধরিয়ে দিল চোরদের
এরপর স্থানীয়রা এবং অন্যান্য জমিতে ধান তোলার কাজে ব্যস্ত কৃষকেরা দৌড়ে গিয়ে গাছের ডাল ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন পুলিশ ও চাষিরা। যদিও পাকা ধান-সহ বেশ কয়েক বিঘা এলাকার খড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কে বা কারা আগুন লাগালো তার খোঁজ শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুধবার দাঁতন ২ ব্লকের বাগগেড়িয়া এলাকায় নাড়া পোড়ানোর কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েক বিঘা জমির ধান। ফের একই ঘটনা খাকুড়দা এলাকায়। পুলিশ ও স্থানীয় কৃষকের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, প্রশাসনিক নিষেধাজ্ঞা এড়িয়ে এমন ঘটনায় স্তম্ভিত সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
December 04, 2025 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: নাড়া থেকেই পাকা ধানের সর্বনাশ! পুড়ছে বিঘার পর বিঘা সোনালি ফসল, শীত পড়তেই নতুন আতঙ্কে ধান চাষিরা
