Nadia News: পরিচিতির সুযোগ নিয়ে মহিলার বাড়িতে লুটপাট! চুরি যাওয়া সোনার গয়না ধরিয়ে দিল চোরদের

Last Updated:

Nadia News: পরিচিত মহিলার বাড়ি থেকে সোনার গয়না চুরি করে স্বর্ণ ব্যবসায়ীকে বিক্রি। তদন্তে নেমে সোনার দোকানদারকে গ্রেফতার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ।

সোনার গয়না প্রতীকী ছবি
সোনার গয়না প্রতীকী ছবি
শান্তিপুর, নদিয়া, রঞ্জিত সরকার: বাড়ি থেকে চুরি গিয়েছে সোনা। চুরি যাওয়া সোনা বিক্রি করা হয়েছে এক সোনার দোকানদারকে। তদন্তে নেমে ওই সোনার দোকানদারকে গ্রেফতার করেছে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ।
জানা যাচ্ছে, ধৃত দোকানদারের নাম সুভাষ দাস। বাড়ি নদিয়ার শান্তিপুর পটেশ্বরীতলা এলাকায়। শান্তিপুর কাশ্যপপাড়া এলাকার বাসিন্দা নিপা বাগচী শান্তিপুর থানায় দিন কয়েক আগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, পূর্ব পরিচিত দত্তপাড়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ নামে এক ব্যক্তি উপর বাড়ির দায়িত্ব দিয়ে নিপা দেবী বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে তিনি দেখেন, তার বাড়ি থেকে নগদ টাকা পয়সা, সোনার গয়না সব উধাও।
advertisement
আরও পড়ুনঃ ফুটপাত দখল করে ব্যবসা নয়! শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের কড়াকড়ি, ব্যবসায়ীদের সতর্ক করে দোকানের সামগ্রী বাজেয়াপ্ত
এরপরেই তিনি বিশ্বনাথ ঘোষের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তিনি সমস্ত সোনার গয়না সুভাষ ঘোষ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে বিক্রি করেন।
advertisement
advertisement
তদন্ত চালিয়ে পুলিশ ওই সোনার দোকানদারকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পরিচিতির সুযোগ নিয়ে মহিলার বাড়িতে লুটপাট! চুরি যাওয়া সোনার গয়না ধরিয়ে দিল চোরদের
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement