Sisir Adhikari: সই, নথি জাল করে শিশির অধিকারীর নামেই ভুয়ো অ্যাকাউন্ট! নির্মলাকে অভিযোগ জানালেন কাঁথির সাংসদ
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
তাঁর সই জাল করে, নথি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার কথাও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানিয়েছেন তিনি।
কাঁথি: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কীভাবে তাঁর অজান্তেই তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হল, তার জবাব চেয়ে ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজারকে নোটিস পাঠিয়েছেন সাংসদ শিশির অধিকারী।
পাশাপাশি এই নিয়ে তিনি মেল মারফত কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনকেও একটি অভিযোগ পত্র পাঠিয়েছেন। তাঁকে ফাঁসানোর জন্য মোটা অঙ্কের আর্থিক লেনদেন করে এই ধরনের অ্যাকাউন্ট খুলে জালিয়াতি করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কাঁথির বর্ষীয়ান সাংসদ৷ এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথিতেও।
advertisement
advertisement
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের পূর্ব মেদিনীপুরের মাচনান শাখায় শিশির অধিকারীর নামে এই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ। সাংসদের ছবি, সই সহ বিভিন্ন নথি ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্ট খুলতে। এর পিছনে তাঁকে ফাঁসানোর রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলেই অভিযোগ শিশিরবাবুর৷ সবটাই তদন্তের জন্য নির্মলা সীতারামনকে জানিয়েছেন তিনি।
তাঁর সই জাল করে, নথি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার কথাও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানিয়েছেন তিনি। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক কীভাবে একজন সাংসদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিপুল আর্থিক লেনদেন হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাঁথির সংসদ শিশির অধিকারী।
advertisement
কাঁথির বর্ষীয়ান সাংসদ বলেন, 'গত দেড় দু বছরে যা ঘটেছে, তার পরে আর নতুন করে কোনও কিছুতে ভয় পাই না৷ তবে এ রকম হতে পারে, কল্পনাও করতে পারিনি৷ নিশ্চয়ই দেখব কারা এসব করছে৷'
advertisement
শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকে শিশির অধিকারীর সঙ্গেও শাসক দলের সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন হয়েছে৷ তৃণমূলের অভিযোগ, শিশির অধিকারী বিজেপি-তে যোগ দিয়েছেন৷ শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিও তুলেছে তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sisir Adhikari: সই, নথি জাল করে শিশির অধিকারীর নামেই ভুয়ো অ্যাকাউন্ট! নির্মলাকে অভিযোগ জানালেন কাঁথির সাংসদ