Sisir Adhikari: 'আমাদের চোর সাজানোর আগে ওরাই বিপদে পড়বে!' সুকান্ত সাক্ষাতের পরই হুঁশিয়ারি শিশিরের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সন্ধ্যায় শান্তিকুঞ্জে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি৷ দু' পক্ষই অবশ্য এই সাক্ষাৎকে সৌজন্যমূলক এবং ব্যক্তিগত বলে দাবি করেছেন৷
#কাঁথি: আগামী ১২ অক্টোবর তাঁর সংসদীয় কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা৷ তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন, এমন অভিযোগ তুলে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ কাঁথির বর্ষীয়ান সাংসদ অবশ্য এই অভিযোগকে আমল দিতে নারাজ৷ এ দিনও কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন শিশির অধিকারী৷
এ দিন সন্ধ্যায় শান্তিকুঞ্জে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি৷ দু' পক্ষই অবশ্য এই সাক্ষাৎকে সৌজন্যমূলক এবং ব্যক্তিগত বলে দাবি করেছেন৷ সুকান্ত অধিকারীকে বাড়ির ভিতরে নিয়ে যান শুভেন্দু৷ শিশির অধিকারীর পাশাপাশি শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবীর সঙ্গে দেখা করে প্রণাম করেন সুকান্ত৷ চা, জলখাবার দিয়ে সুকান্তকে আপ্যায়ন করেন অধিকারী পরিবারের সদস্যরা৷
সুকান্ত মজুমদার বলেন, 'কমিউনিস্ট শাসনের অবসানে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম শিশির অধিকারী৷ ফলে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল৷'
advertisement
advertisement
সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের পরে শিশির অধিকারীও জানান, এ দিনের সাক্ষাৎ ছিল একান্তই ব্যক্তিগত৷ প্রবীণ সাংসদ বলেন, 'আমি কখনওই ব্যক্তিগত সম্পর্ককে খারাপ হতে দিই না৷ এখন অবশ্য কেউ কেউ সেই চেষ্টা করছেন৷'
advertisement
এর পরেই শিশির অধিকারী বলেন, 'আমাদের পরিবারকে অনেকেই এখন চোর সাজানোর চেষ্টা করছে৷ কিন্তু আমাদের পরিবারের বিরুদ্ধে এই অপবাদ কোনওদিন কেউ দিতে পারেনি, পারবেও না৷ আর এসব করতে গিয়ে ওরাই আগে বিপদে পড়ে যাবে৷'
কাঁথির এই বাড়িতে বহু প্রথিতযশা রাজনীতিবিদের পা পড়েছে৷ প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে বরকত গনি খান চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে বর্তমানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররাও সেই তালিকায় রয়েছেন৷ এ দিন সেই স্মৃতিচারণাও করেন শিশির৷ মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির এই বাড়িতে দু' তিন বার এসেছেন৷ যদিও সেই প্রসঙ্গ উঠতেই শিশির এ দিন বলেন, 'আমি এখন আর ওঁর সম্পর্কে কিছু বলতে চাই না৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 9:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sisir Adhikari: 'আমাদের চোর সাজানোর আগে ওরাই বিপদে পড়বে!' সুকান্ত সাক্ষাতের পরই হুঁশিয়ারি শিশিরের