বর্ধমানের শ্রাবণী মেলায় বিশেষ চমক! দুবাইয়ের আন্ডারওয়াটার অ্যাকোরিয়ামের স্বাদ মাত্র ১০০ টাকায়, না দেখলে চরম মিস

Last Updated:

দুবাইয়ের অ্যাকোরিয়ামের স্বাদ এবার বর্ধমানে! মাত্র ১০০ টাকায় দেখুন টানেল অ্যাকোরিয়াম।

+
টানেল

টানেল অ্যাকোরিয়ামের ছবি

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: আন্ডারওয়াটার অ্যাকোরিয়াম দেখতে মোটা টাকা খরচা করে আর যেতে হবে না দুবাই কিংবা সিঙ্গাপুর। মাত্র ১০০ টাকা খরচ করে আপনার শহরেই পাবেন এবার সেই মজা।মাঝখানে রাস্তা আর আশেপাশে ও মাথার ওপরে শুধু জল আর রং বেরঙের মাছ। দুবাইয়ের সেই বিখ্যাত আন্ডারওয়াটার অ্যাকোরিয়াম এবার বর্ধমানেই।
একেবারে আন্ডারওয়াটার না হলেও, দুবাইয়ের আন্ডারওয়াটার অ্যাকোরিয়ামের মত হুবহু টানেল অ্যাকোরিয়াম তৈরি হয়েছে বর্ধমানের উৎসব ময়দানে শ্রাবণী মেলার একটা বিরাট অংশ জুড়ে৷ যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন ছোট থেকে বড় সকলেই।
আরও পড়ুনঃ থমকে গিয়েছে বর্ধমানের বেনসেন টাওয়ার ক্লক! স্মার্টওয়াচের যুগেও ইতিহাসের হারানো ছন্দ ফেরাতে উদ্যোগী পুরসভা
২৫ জুলাই থেকে বর্ধমানে শুরু হয়েছে ৩২’তম শ্রাবণী মেলা। মেলায় বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সাজের জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে খাওয়া-দাওয়ার হরেক পদ, ছোটদের জন্য বিভিন্ন রকমের রাইড়, সবই রয়েছে এই মেলায়। কিন্তু এইসব কিছুর মধ্যেও আলাদা করে নজর কেড়েছে দুবাইয়ের আন্ডারওয়াটার অ্যাকোরিয়ামের আদলে তৈরি টানেল অ্যাকোরিয়াম।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিয়তি আর কাকে বলে! জীবন ভর লড়াই করে কাটিয়ে, মৃত্যুও হল মর্মান্তিক, নিজেদের বাড়ি চাপা পড়েই মারা গেলেন দম্পতি
এবারের মেলার বিশেষ আকর্ষণই হল এই অ্যাকোরিয়াম ও রেঞ্জার রাইড। অতল সমুদ্রের গভীরে কত রহস্য লুকিয়ে আছে, তা গবেষকরা এখনও আবিষ্কার করে উঠতে পারেনি ৷ এই টানেলের চারপাশে সমুদ্রের মতই নীল জল আর তার মধ্যে সব কিছুই দৃশ্যমান ৷ এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই এই বিশেষ শো ছোট থেকে বড় সকলের মন জয় করেছে। টানেলের মধ্য দিয়ে হেঁটে গেলে এক মুহূর্তের জন্য মনে হতেই পারে, যেন সমুদ্রের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি ৷ তিন দিকে দেখা যাবে জল ও মাছ ৷ মেলার ম্যানেজার ধীরেন দে জানান, এ বছরে শিশুদের জন্য ১২টি রাইড এসেছে। তবে এইবারের মেলার বিশেষ আকর্ষণ হল, রেঞ্জার রাইট ও দুবাইয়ের অ্যাকোরিয়াম। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে প্রথম দিকে ভিড় একটু কম থাকলেও বৃষ্টি কমতেই সকলে ভিড় জমাচ্ছেন মেলায়। বিশেষ করে দুবাইয়ের অ্যাকোরিয়াম দেখতে আসছেন। এই মেলা চলবে প্রায় এক মাস ধরে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানের শ্রাবণী মেলায় বিশেষ চমক! দুবাইয়ের আন্ডারওয়াটার অ্যাকোরিয়ামের স্বাদ মাত্র ১০০ টাকায়, না দেখলে চরম মিস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement