Durga Puja 2025: ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল ঘিরে হাওড়ার পুজো মণ্ডপে যা ঘটল! দেখুন...
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Durga Puja 2025: অন্য একটা ষষ্ঠীর রাত, টিভির পর্দায় চোখ যেতেই থমকে যাচ্ছে পা, আকর্ষণীয় মণ্ডপ নয় দর্শনার্থীদের চোখ টেলিভিশনের পর্দায়, ভারতীয় দলের জয়ের আনন্দে দর্শনার্থী উল্লসিত
হাওড়া, রাকেশ মাইতি: দেবী পক্ষে মণ্ডপে পাকিস্তান বধ! পুজো মণ্ডপেই সেই দৃশ্য তাড়িয়ে উপভোগ করল দর্শনার্থী। কয়েক মুহুর্তের জন্য থমকে পড়েছিল প্রতিমা দর্শন! বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আকর্ষণীয় মণ্ডপ, আর হাওড়া জেলা গ্রামীণে পাঁচলা নেতাজি সংঘের মণ্ডপ মানে ভীষণ আকর্ষণ মানুষের। তবে রবিবার রাতে অন্য ছবি দেখা গেল। ভারত পাকিস্তান টানটান উত্তেজনার ম্যাচ। মন্ডপের সামনেই একটি টেলিভিশন রাখা যাতে ভারত পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল খেলা চলছে। মন্ডপে আসা দর্শনার্থীর চোখ টেলিভিশনে পড়তেই থমকে পড়ছে পা।
দুর্গাপুজোয় এক অন্য ছবি। ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত দ্বিতীয় অর্ধে ইনিং শুরু করে। শুরুতেই বড় ধাক্কা, এশিয়া কাপে সবথেকে বেশি রান সংগ্রহকারী এবং ভারতীয় দলে এই টুর্নামেন্টের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটিং অভিষেক শর্মা ছয় বলে পাঁচ রান করে আউট হলে ১৪০ কোটি মানুষের হৃদয় ভেঙে যায়। এদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, ষষ্ঠীর সন্ধ্যা অনেকেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েন। ভেবেছিলেন এশিয়া কাপ ফাইনাল জয় হয়তো আর হল না।
advertisement
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি…! কবে থেকে কলকাতা-সহ ভাসবে বাংলা? জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ মমতার
তিলক বর্মা এবং শিবম দুবে সেই ধারণা বদলে দিয়ে ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় এনে দেয়। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানে ভীষণ উত্তেজনার। আর এই দিনের ম্যাচ ছিল আরও উত্তেজনার। জাতীয় সড়ক সংলগ্ন পাঁচলা নেতাজি সংঘের মাঠে মণ্ডপ তৈরি হওয়া থেকেই মানুষের আকর্ষণ। সেই মণ্ডপের প্রবেশ পথে টানটান উত্তেজনার ভারত পাকিস্তান খেলা চলছে। টিভির পর্দায় চোখ পড়তেই দর্শকদের পা থমকে পড়ল। শেষের কয়েক ওভার আরও উত্তেজনা, আর শেষ দু ওভার আরও আকর্ষণীয়। ওভার বাউন্ডারি মারার চেষ্টা করতে গিয়ে শিবম দুবে আউট। খেলা এসে পৌঁছয় শেষ ওভারে, ৬ বলে ১০ রান বাকি হাতে পাঁচ উইকেট। ননস্টাইকে দৃপ্ত শিখা তিলিক ভার্মা, মাঠে নামল রিংকু সিং। আরও উত্তেজনা বাড়িয়ে দেয় কয়েক গুণ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘হোমওয়ার্ক হয়নি…’, শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠল শিক্ষিকা, জানালায় উল্টো ঝুলিয়ে বেদম মার! গালে থাপ্পড়ের পর থাপ্পড়! ভাইরাল ভিডিও
বিগত দুটি ম্যাচের মতোই দাপটের সঙ্গে ২ বল বাকি থাকে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। টিভির পর্দায় ভারতীয় দল ভারতীয় কোচ বিজয়া আনন্দে মেতে উঠেছে। পাকিস্তানকে পরাজিত করে ভারতীয় দলের জয় উচ্ছ্বসিত আনন্দিত উল্লাসে মেতে উঠল পুজো মণ্ডপে আসা দর্শনার্থীরাও। অন্য ছবি ধরা দিল হাওড়া জেলা গ্রামীণের পাঁচলা মোড় নেতাজি সংঘের মাঠে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2025 2:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল ঘিরে হাওড়ার পুজো মণ্ডপে যা ঘটল! দেখুন...