পড়ুয়ার হাতে প্রতিমায় প্রাণ! ডাকের সাজে দুর্গা গড়ে চমকে দিল অনিমেষ, অষ্টম শ্রেণির ছাত্রের নিখুঁত শিল্পকর্ম দেখুন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Durga Idol: দুর্গাপুজোর আগে মাটির প্রতিমা তৈরি করে নজর কাড়ল পূর্ব বর্ধমানের এক স্কুলপড়ুয়া। কাটোয়া শহরের অষ্টম শ্রেণির ছাত্র অনিমেষ কর্মকারের তৈরি দুর্গা প্রতিমা দেখে মনে হবে, যেন কোনও অভিজ্ঞ মূর্তি শিল্পীর নিখুঁত সৃষ্টিকর্ম।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: দুর্গাপুজোর আগে মাটির প্রতিমা তৈরি করে নজর কাড়ল পূর্ব বর্ধমানের এক স্কুলপড়ুয়া। তার তৈরি দুর্গা প্রতিমা দেখে মনে হবে, যেন কোনও অভিজ্ঞ মূর্তি শিল্পীর নিখুঁত সৃষ্টিকর্ম। অথচ এই প্রতিমার কারিগর আর কেউ নয়, কাটোয়া শহরের অষ্টম শ্রেণির ছাত্র অনিমেষ কর্মকার। মাত্র পাঁচ বছর বয়স থেকেই অনিমেষের নেশা মূর্তি গড়া। তখন সে থাকত গ্রামের বাড়িতে। গ্রামের কুমোরদের হাতে প্রতিমা গড়া দেখে মুগ্ধ হত ছোট্ট অনিমেষ। ধীরে ধীরে কাদা মাটি নিয়ে নিজের মতো করে গড়তে শুরু করে ছোট ছোট মূর্তি। সেই নেশা থেকে এবার দুর্গাপুজোর আগে আবারও নিজের হাতে বানিয়ে ফেলেছে একটি মাটির দুর্গা প্রতিমা।
তবে শুধু প্রতিমা গড়াই নয়, প্রতিমাকে সাজানোর ক্ষেত্রেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছে অনিমেষ। এবারের প্রতিমাটি সাজানো হয়েছে ডাকের সাজে। সোনালি কাগজ, রঙিন কাগজ আর নানারকম উপকরণ দিয়ে একেবারে নিজের হাতে সাজিয়েছে দেবী দুর্গাকে। প্রতিমার চোখ আঁকা থেকে শুরু করে রঙ করা, সবটাই করেছে একা হাতে। মাটি, রঙ, সাজসজ্জা প্রতিটি খুঁটিনাটিতেই মিশে আছে তার ভালোবাসা।
advertisement
আরও পড়ুনঃ সমাজের ‘স্তম্ভ’ তো তাঁরাই, দুর্গাপুজোয় নারীশক্তির উদযাপন! এই মণ্ডপের দর্শন মিস করবেন না
অনিমেষ জানিয়েছে, ‘আমি নিজেই এই প্রতিমা বানিয়েছি। কোনও জায়গায় কাজ শিখিনি তবে মাঝে মধ্যে ভিডিও দেখেছি। ঠাকুরের সাজটাও আমার নিজের তৈরি করা’। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অনিমেষ এই কাজ কোথাও গিয়ে শেখেনি। তার পরিবারে আগে কখনও কেউ মাটির কাজ বা প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত ছিল না। তবুও তার হাতের নিপুণ কারুকার্য দেখে অভিভাবকেরাও হতবাক। তারা গর্বিত যে পরিবারের ছোট ছেলে নিজের একান্ত আগ্রহ ও প্রতিভার জোরে এমন এক শিল্পের পথে এগিয়ে চলেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শতাব্দী প্রাচীন এক প্রথায় সেজে উঠছে হাওড়ার মহিলা পরিচালিত ‘এই’ মণ্ডপ, থিমের ভিড়ে মিস যেন না হয়
অনিমেষের মা অনিতা কর্মকার বলেন, ‘ছেলের কাজে প্রথমে গুরুত্ব দিতাম না। তবে এখন আমাদেরও ভাল লাগে। এই প্রতিমা রাত জেগে কাজ করে ও বানিয়েছে। ভবিষ্যতে ও যদি এই আর্ট নিয়ে এগিয়ে যেতে চায় তাহলে আমরা ওর পাশে থাকব’। গত বছরেও দুর্গা প্রতিমা বানিয়েছিল অনিমেষ। তবে এবারের প্রতিমাটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর, নিখুঁত আর আকর্ষণীয়। এহেন চেষ্টায় যেন ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক নতুন শিল্পী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনিমেষ এখন অষ্টম শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি এই বিশেষ প্রতিভা তাকে সমবয়সীদের ভিড় থেকে আলাদা করে তুলেছে। মাটি দিয়ে প্রতিমা বানানো আজ তার শখ হলেও, আগামী দিনে সে এই প্রতিভাকেই জীবনের বড় স্বপ্ন হিসেবে গড়ে তুলতে চায়। ছোট্ট অনিমেষের নিষ্ঠা, পরিশ্রম আর সৃজনশীলতা নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে অনেকের কাছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
September 25, 2025 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পড়ুয়ার হাতে প্রতিমায় প্রাণ! ডাকের সাজে দুর্গা গড়ে চমকে দিল অনিমেষ, অষ্টম শ্রেণির ছাত্রের নিখুঁত শিল্পকর্ম দেখুন