Durga Puja 2025: শতাব্দী প্রাচীন এক প্রথায় সেজে উঠছে হাওড়ার মহিলা পরিচালিত 'এই' মণ্ডপ, থিমের ভিড়ে মিস যেন না হয়
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Durga Puja 2025: বধুয়ার আগমনী মহিলা পুজো কমিটির এবারের ভাবনা 'মানত'! বিভিন্ন তীর্থ স্থান দেবতার কাছে মনস্কামনা পূরণের আশায় মানত করেন বাঙালিরা। সেই ছবিকে থিমের আকারে তুলে ধরছে হাওড়ার এই মহিলা পরিচালিত ক্লাব।
হাওড়া, রাকেশ মাইতি: বধুয়ার আগমনী মহিলা পুজো কমিটির এবারের ভাবনা ‘মানত’! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানে থিমের বাহার। কলকাতার পাশাপাশি সারা বাংলা জুড়ে থিম পুজোয় মেতেছে মানুষ। সেই দিক থেকে পিছিয়ে নেই গ্রামের পুজো এবং মহিলা পরিচালিত পুজোগুলিও। হাওড়া সলোপ বধুয়া আগমনী মহিলা আয়োজিত পুজো বাঙালির ঐতিহ্যবাহী তীর্থ ও পিঠস্থানে মানতের স্মৃতি তুলে ধরল।
পুজো মণ্ডপগুলিতে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সারা দেশের বিভিন্ন মন্দির, মহল ও ইতিহাসকে সামনে রেখে মণ্ডপ সেজে উঠছে। প্রতি বছর আরও বেশি আকর্ষণীয় এবং নতুন চিন্তা ভাবনা দর্শকদের সামনে তুলে ধরার উদ্যোগ তো থাকেই। সেই সঙ্গে বাংলার ঐতিহ্য এবং বাঙালির রীতিনীতি বজায় রাখতে বা নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে মণ্ডপ সাজিয়ে তোলার উদ্যোগ দেখা যায় দারুন ভাবে। প্রতিবছর জেলার বিভিন্ন পুজো মণ্ডপে বাংলার চলমান নানা ঘটনা অথবা এক সময় বহু প্রচলিত সংস্কৃতি ফিকে হয়ে আসছে এমন কিছু দৃশ্যও চোখে পড়ে। সেই রকমই একটি উদ্যোগে হাওড়ার সলোপ বুধয়ার আগমনী মহিলা পুজোর এবারের থিম ভাবনা মানত।
advertisement
আরও পড়ুনঃ সমাজের ‘স্তম্ভ’ তো তাঁরাই, দুর্গাপুজোয় নারীশক্তির উদযাপন! এই মণ্ডপের দর্শন মিস করবেন না
পুজো উদ্যোক্তাদের কথায় জানা যায়, প্রবীণ অর্থাৎ মা ঠাকুমাদের মধ্যে দেখা যেত সংসার ও পরিবারের মঙ্গল কামনায় বিভিন্ন দেবদেবীর কাছে ‘ মানত ‘ রীতি। জাঁকজমক করে পুজো দিতে বিভিন্ন অর্ঘ্য নিবেদন। তেমনই দেবতার স্মরণ করে সুতোয় ঢিল, চিরকুট বাধার রীতি বিভিন্ন স্থানে দেখা যায়। কিছু বছর আগে পর্যন্ত এর দারুন চল দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে সেই প্রবণতা ফিকে হচ্ছে। প্রবীনদের পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে এবং নতুন প্রজন্মের কাছে জানান দিতেই এই থিম ভাবনা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘পুজোর অনুদানে ক্লাবগুলোতে টাকা অথচ বেহাল রাস্তায় নজর নেই কারুর’! দেবীপক্ষে ‘জোড়া শনি’র কবলে মৃৎশিল্পীরা
গত প্রায় এক দেড় মাস আগে থেকে মণ্ডপ সেজে উঠেছে। মণ্ডপের সামনের প্রবেশ দ্বার থেকেই বিভিন্ন তীর্থস্থানে খন্ড চিত্র চোখে পড়বে। একইসঙ্গে তীর্থস্থানে যেভাবে মনস্কামনা পূর্ণের আশায় মানত করার রীতি বা রেওয়াজ দেখা যায় সেই রকম দৃশ্য ও ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। একই সঙ্গে এখানে শিবের বিভিন্ন রূপ চোখে পড়বে। প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে মহিলাদের প্রচেষ্টায় সেজে উঠেছে এই মণ্ডপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Sep 25, 2025 2:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: শতাব্দী প্রাচীন এক প্রথায় সেজে উঠছে হাওড়ার মহিলা পরিচালিত 'এই' মণ্ডপ, থিমের ভিড়ে মিস যেন না হয়







