'পুজোর অনুদানে ক্লাবগুলোতে টাকা অথচ বেহাল রাস্তায় নজর নেই কারুর'! দেবীপক্ষে 'জোড়া শনি'র কবলে মৃৎশিল্পীরা

Last Updated:

Rain on Durga Puja: এলাকার খারাপ রাস্তা, আর তার মাঝেই অবিরাম বৃষ্টিতে যেন মাথায় হাত পড়েছে বামুনগাছির মৃৎশিল্পীদের। বেশিরভাগ পুজো কমিটি মুখ্যমন্ত্রী ঘোষিত ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের মধ্যেই বাজেট বেঁধে ফেলেছে। ফলে ৫০ হাজার টাকার বড় প্রতিমার চাহিদা একেবারেই কম।

+
দুর্গাপুজোর

দুর্গাপুজোর মুখে মাথায় হাত বামুনগাছির প্রতিমা শিল্পীদের

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এলাকার খারাপ রাস্তা, আর তার মাঝেই অবিরাম বৃষ্টিতে যেন মাথায় হাত পড়েছে বামুনগাছির মৃৎশিল্পীদের। পুজোর বাকি আর মাত্র দু-তিন দিন। প্রতিমা ডেলিভারি থেকে অর্ডার সব নিয়েই সমস্যায় পড়েছেন এই এলাকার মৃৎশিল্পীরা।
মৃৎশিল্পী শেখর পাল জানান, এ বছর বড় ঠাকুরের অর্ডার কার্যত নেই বললেই চলে। কারণ অঞ্চলের বেশিরভাগ পুজো কমিটি মুখ্যমন্ত্রী ঘোষিত ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের মধ্যেই বাজেট বেঁধে ফেলেছে। ফলে ৫০ হাজার টাকার বড় প্রতিমার চাহিদা একেবারেই কমে গিয়েছে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের রাজবাড়ি এবার দক্ষিণবঙ্গে! পুজোর থিমে গড়বে ইতিহাস! দোতলা মণ্ডপে আসীন দেবী দুর্গা, কোথায় হচ্ছে জানেন?
তিনি আরও জানান, প্রায় ২৫টি বড় ঠাকুর এখনও বিক্রি হয়নি। এর ফলে অন্তত ১২ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা। আক্ষেপের সুরে শিল্পীদের গলায় শোনা গেল, দিদিমণি ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, কিন্তু রাস্তার বেহাল দশার দিকে কারও নজর নেই। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এ রাস্তা দিয়ে তাঁরাও চলাচল করেন। ফলে রাস্তা বেহাল থাকায় এই রাস্তা ব্যবহার করে প্রতিমা নিয়ে যাওয়াও এড়িয়ে যাচ্ছেন পুজো কমিটিগুলি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খুদে পড়ুয়ার দেহে ছুটছে দেশাত্মবোধের রক্ত! নির্বাক অভিনয়ে দেখে গায়ে কাঁটা দেবে, মঞ্চ কাঁপিয়ে প্রথম ‘এই’ বিদ্যালয়
প্রতিবছরই উত্তর ২৪ পরগনার বামুনগাছির এই মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। কিন্তু এবছর ক্রেতারা সরকারি অনুদান নির্ভর বাজেটের কারণে মাত্র ১৫-২০ হাজার টাকার ছোট প্রতিমার দিকেই ঝুঁকেছেন। ফলে বড় ঠাকুর বিক্রির সম্ভাবনা প্রায় শেষ। আগামী দু’দিনে কিছু ঠাকুর বিক্রির আশা থাকলেও অবিরাম বৃষ্টিই যেন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মৃৎশিল্পীদের কথায়, এবছর অসুররূপী বৃষ্টি তাঁদের সব স্বপ্নকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'পুজোর অনুদানে ক্লাবগুলোতে টাকা অথচ বেহাল রাস্তায় নজর নেই কারুর'! দেবীপক্ষে 'জোড়া শনি'র কবলে মৃৎশিল্পীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement