খুদে পড়ুয়ার দেহে ছুটছে দেশাত্মবোধের রক্ত! নির্বাক অভিনয়ে দেখে গায়ে কাঁটা দেবে, মঞ্চ কাঁপিয়ে প্রথম 'এই' বিদ্যালয়
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Short Film Competition: ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটাল টাউন হলে একটি এক শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়। সামাট প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তৈরি শর্ট ফিল্ম 'মর্যাদা' ছিনিয়ে নেয় প্রথম পুরস্কার। খুদে ছাত্রের অসামান্য অভিনয়ে মুগ্ধ সকলে।
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: প্রত্যন্ত গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের এক ছাত্রের অসামান্য অভিনয় এনে দিল প্রথম পুরস্কার। একটা নির্বাক ছবি। ছবিটা দেখে যখন দর্শকদের গায়ে কাঁটা দেয়, ভারতবাসী হিসেবে চিৎকার করে ওঠে দর্শক, ছবিটার পুরো টিমের পুরস্কার পাওয়া হয়ে যায়। আর যে বা যারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে বন্দেমাতরম ধ্বনিতে চিৎকার করেন তাদের মতন দেশপ্রেমিক আর হয় না।
ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটাল টাউন হলে একটি এক শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহন করে। শর্ট ফিল্ম একে একে পরিবেশিত হচ্ছে। সামাট প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তৈরি শর্ট ফিল্ম ‘মর্যাদা’। শুরু থেকে দর্শকরা মোহিত হয়ে দেখছেন। এ ছবির কোন কথা নেই। নির্বাক ছবি।
আরও পড়ুনঃ পুজোর মুখে ভয়ঙ্কর দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, গাড়ি থেকে ছিটকে বাইরে! র*ক্তে ভাসছে চা বাগানের সড়ক
ছবির দৃশ্যে দিনটা ১৫ অগাস্ট। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রভাতফেরী, জাতীয় পতাকা উত্তলন, নাচ গানের মধ্যে স্বাধীনতার দিন পালন। শেষে ছাত্রছাত্রীদের হাতে টিফিন দেওয়া হচ্ছে। এসবই নিজের হুইলচেয়ারে বসে দেখছে বিদ্যালয়ের এক বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু রিক পাত্র। অনুষ্ঠান শেষে সবাই বাড়ির পথে। অনেকটা দেরি দেখে এক মা তার মেয়ের হাত ধরে টেনে টেনে বাড়ির পথে নিয়ে যাচ্ছেন। রিকের নজরে আসে মেয়েটির হাত থেকে পড়ে যায় জাতীয় পতাকা। মাটিতে পড়ে আমাদের পতাকা। চোখের সামনে রিক জাতীয় পতাকার অবমাননা দেখতে পারছিল না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর মুখে ফিল্মি কায়দায় ডাকাতির ছক! বিলাশবহুল গাড়িতে চেপে… শেষ মুহূর্তে কীভাবে ডাকাত দলের খেল খতম হল?
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় রিক তার হুইলচেয়ার নিয়ে পতাকার কাছে এগিয়ে গেলেও পতাকা তুলতে সে হাত পাচ্ছে না। প্রাণপণ চেষ্টা করে। হুইলচেয়ার থেকে পড়ে যায় রিক। মাটিতে পড়েও আমাদের দেশের জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় শত কষ্ট সহ্য করে পতাকা উঁচিয়ে ধরে রিক। ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রিককে তুলে জড়িয়ে ধরে বসিয়ে স্যালুট জানান তিনি। এদিকে ঘাটাল টাউন হলে তখন ধ্বনিত হতে থাকে বন্দেমাতরম সঙ্গে দর্শকদের করতালি। দর্শকদের মন ছুঁয়ে যায় রিকের অভিনয়। অন্ধকারের মধ্যেও দর্শকদের চোখের কোণ চিক চিক করে ওঠে।
advertisement
দেশিয় মর্যাদার শর্ট ফিল্ম ‘মর্যাদা’। ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এক শর্ট ফিল্ম প্রতিযোগিতায় প্রথম স্থান পায় সামাট প্রাথমিক বিদ্যালয়ের শর্ট ফিল্ম মর্যাদা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ প্রামাণিক বলেন, ‘এ ছবি আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমেন মিশ্রের চোখ অভিনেতা আমাদের পঞ্চম শ্রেনীর ছাত্র রিক পাত্রকে খুঁজে দিয়েছে। রিক আদপে এক সুস্থ সবল ছেলে’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
September 24, 2025 12:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুদে পড়ুয়ার দেহে ছুটছে দেশাত্মবোধের রক্ত! নির্বাক অভিনয়ে দেখে গায়ে কাঁটা দেবে, মঞ্চ কাঁপিয়ে প্রথম 'এই' বিদ্যালয়