Hooghly News: জুতোর কোনও প্রয়োজন নেই! একটু বৃষ্টি হলেই বিপদ, আরামবাগের এই গ্রামে যন্ত্রণায় কাটছে জীবন

Last Updated:

সামান্য বৃষ্টিতেই রাস্তায় এক হাঁটু কাদা ! জেরবার আরামবাগের এই গ্রামের মানুষ, এ বিষয় পঞ্চায়েতের বক্তব্য, তারা জানাচ্ছেন লিখিতভাবে গ্রামের তরফ থেকে কোনদিনও তার কাছে কিছু জানান হয়নি। যদি হতো তাহলে তারা আগেই পদক্ষেপ নিতেন।

+
কাদা

কাদা রাস্তা দিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ

হুগলি: বছরের পর বছর ধরে বেহাল রাস্তা। সামান্য বৃষ্টিতে তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এক হাঁটু কাদা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মানুষকে। আরামবাগের মলয়পুর-১ গ্রাম পঞ্চায়েতের ঘরগোহাল এলাকার মানুষ যাতায়াত যন্ত্রণায় ভুগছেন। বারবার অভিযোগ জানানোর পরেও প্রশাসন উদাসীন বলে অভিযোগ।
এলাকার বাসিন্দাদের দাবি, ঘরগোহালের স্থানীয় ডকাল পাড়া থেকে দাসপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার মোরাম রাস্তা সারা বছরই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে থাকে। গ্রীষ্মকালে ধুলোয় ভরে যায়। আর সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু জলকাদায় ডুবে থাকে। ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
সামনেই রয়েছে অঙ্গনওয়াড়ি স্কুল ও সাধারণ মানুষের পূজার্চনার জন্য মন্দির। এই খারাপ রাস্তা পেরিয়েই মানুষজনদের যাতায়াত করতে হয় প্রতিদিন। স্থানীয় মানুষের বক্তব্য, গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে, খারাপ রাস্তার কারণে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, কারণ তাদের যোগাযোগের মূল এই একটি রাস্তা। এক হাঁটু কাঁদার মধ্যে ডুবে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। এর ফলে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা।
advertisement
প্রায় দিনেই যাতায়াত করতে গিয়ে জামা কাপড় নষ্ট হওয়া থেকে স্থানীয় মানুষদের চোট পাওয়া এসব প্রায় প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে সাধারণ মানুষের। এ বিষয় পঞ্চায়েতের বক্তব্য, তারা জানাচ্ছেন লিখিতভাবে গ্রামের তরফ থেকে কোনদিনও তার কাছে কিছু জানান হয়নি। যদি হতো তাহলে তারা আগেই পদক্ষেপ নিতেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জুতোর কোনও প্রয়োজন নেই! একটু বৃষ্টি হলেই বিপদ, আরামবাগের এই গ্রামে যন্ত্রণায় কাটছে জীবন
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement