জেটি ঘাট মাঝ নদীতে !তীব্র হচ্ছে ভাঙন, আতঙ্কে হরিণটানা বাজারের বাসিন্দারা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
নদীর পাড়ে গেলে দেখা যায় জেটি ঘাট নদীর মাঝে। কিন্তু সেখানে যাওয়ার কোনোও উপায় নেই। কয়েকটি পিলারের উপর এখনও রয়েছে বেসমেন্ট। আসলে ভাঙন কীভাবে প্রভাব ফেলেছে নন্দকুমারপুরের হরিণটানা বাজারে এই একটি ছবিই যথেষ্ট সেখানে।
মথুরাপুর, নবাব মল্লিক: নদীর পাড়ে গেলে দেখা যায় জেটি ঘাট নদীর মাঝে। কিন্তু সেখানে যাওয়ার কোনোও উপায় নেই। কয়েকটি পিলারের উপর এখনও রয়েছে বেসমেন্ট। আসলে ভাঙন কীভাবে প্রভাব ফেলেছে নন্দকুমারপুরের হরিণটানা বাজারে এই একটি ছবিই যথেষ্ট সেখানে।
আপাত দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই এই জায়গাটি এতটা ভাঙনপ্রবণ। কিন্তু এই জায়গাটিই হল সব থেকে বেশি \’ভারনারেবল পয়েন্ট\’ এমন কথা জানিয়েছেন স্বয়ং নন্দকুমার গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান। মৃদঙ্গভাঙা নদীর একপাড়ে পাথরপ্রতিমা, অন্যপাড়ে মথুরাপুর ২ ব্লক, নদী ধরে কিছুটা এগিয়ে গেলেই কুলতলির ব্লকের মইপিঠ। এরমাঝে \’সাউথ ফেসে\’-এর ঢেউ মোকাবিলা করতে হয় হরিণটানা বাজারের।
advertisement
বাঁধ রক্ষার কাজ জোরকদমে চলে সবসময়। অধিকাংশ সময় শান্ত থাকা নদীটি রুদ্ররূপ ধারণ করে প্রাকৃতিক বিপর্যয়ের সময়। ফলে নদীর এই চরিত্রের কথা মাথায় রেখে কাজ করতে হয় সবসময়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা স্বরূপ কুমার বেরা জানিয়েছেন, এ নদী প্রাকৃতিক বিপর্যয়ে তার খেলা দেখায়। নদী উপচে জল আসে। ভেসে যায় সবকিছু। স্থানীয়রা চান আয়লা বাঁধের মত বাঁধ হোক এলাকায়।
advertisement
advertisement
এ নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মুজিবর রহমান খান জানিয়েছেন, ভাঙন রুখতে কিছুটা কাজ হয়েছে। আরও কাজ বাকি আছে। আশা করা যায় বছরখানেকের মধ্যে এই কাজ শেষ হবে। এই কাজ শেষ হলেই স্থানীয়দের সমস্যা মিটবে। তবেই এই এলাকা আবারও ভাঙনের কবলে থেকে রক্ষা পাবে। না হলে পরে সমস্যা আরও বাড়বে। সেক্ষেত্রে ভবিষ্যতে আর টেকান যাবেনা বাঁধটিকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 6:25 PM IST