Tarapith Hotel: তারাপীঠের 'এই' কয়েক জায়গায় আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করিয়ে নিতে পারেন! জানুন ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith Hotel: থানার পাশেই রয়েছে তারাপীঠ টিকিট কাউন্টার। সেই টিকেট কাউন্টারের পাশে গেলেই দেখতে পাবেন চার-পাঁচটি রান্নার দোকান রয়েছে। সেখানেও প্রচুর মানুষের ভিড় করে নিজের পছন্দের মতো রান্না বানিয়ে নেন। তাই আপনি সেখানে গেলেও খুব কম দামের মধ্যে নিজের জন্য দিনের অথবা রাতের খাবার বানিয়ে নিতে পারেন।
*বীরভূম, সৌভিক রায়: টুক করে হাতে একদিনের সময়, আর এই একদিনের ছুটিতে চটজলদি প্ল্যান এ ভ্রমনপিপাসু বাঙালিরা ছুটে আসেন বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য। একদিনের ছুটিতে বেস্ট ভ্রমণ ডেস্টিনেশন এটি। সকালে এসে মা তারার পুজো দিয়ে রাত্রিবাস করে আবার পরের দিন সকালেই নিজের বাড়ি ফিরে যান পর্যটকেরা।
advertisement
*তবে ঘুরতে এলে একটু মুখরোচক এবং ভাল খাওয়া-দাওয়া তো প্রয়োজন। তবে অনেকেই নিজের স্বাস্থ্য নিয়ে অনেকটাই সচেতন থাকেন। তাই যে কোনও হোটেলে খাবার খেতে পছন্দ করেন না। আর তাদের জন্যই আজকে ঠিকানা জানাব তারাপীঠের এমন বেশ কয়েকটি জায়গার যে জায়গায় গেলে নিজের পছন্দের মতো দাঁড়িয়ে থেকে রান্না করে খাবার খেতে পারেন।
advertisement
advertisement
*এছাড়াও আপনি তারাপীঠের সবজি বাজারের ওখানে গিয়ে খোঁজ করতে পারেন শঙ্করের রান্নার দোকান। সেখানে গেলেও আপনি নুন ঝাল কম দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আপনার পছন্দের মাংস অথবা মাছ রান্না করে নিতে পারেন। তবে দিনের বেলায় শঙ্করের রান্নার দোকান বন্ধ থাকে। বিকেল পাঁচটার পর গেলে আপনি রাতের জন্য সেখানে সুস্বাদু রান্না বানিয়ে নিতে পারেন।
advertisement
*এছাড়াও থানার পাশেই রয়েছে তারাপীঠ টিকিট কাউন্টার। সেই টিকেট কাউন্টারের পাশে গেলেই দেখতে পাবেন চার-পাঁচটি রান্নার দোকান রয়েছে। সেখানেও প্রচুর মানুষের ভিড় করে নিজের পছন্দের মতো রান্না বানিয়ে নেন। তাই আপনি সেখানে গেলেও খুব কম দামের মধ্যে নিজের জন্য দিনের অথবা রাতের খাবার বানিয়ে নিতে পারেন। তবে এবার তারাপীঠে এসে আর আপনাকে যে কোনও হোটেলে তেল-ঝাল-মশলা দিয়ে খাবার খাওয়ার প্রয়োজন নেই।