পলি জমে নদীতে চড়া, কোমর সমান কাদা নিয়ে পারাপার! নরকযন্ত্রণায় ভুগছে সুন্দরবনের 'এই' এলাকা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Sundarban River: দিনের পর দিন পলি পড়ে অনেকটাই মজে গিয়েছে সুন্দরবনের বিদ্যাধরী নদীর শাখা নদী হানা। আর এর ফলে খেয়া পারাপারের জন্য সমস্যায় পড়ছেন গোসাবার শম্ভুনগর থেকে রাধানগর ও উত্তর ২৪ পরগনার দাউদপুর এলাকার লোকজন।
advertisement
advertisement
advertisement
এই সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে বিগত সাত আট বছর ধরে এই সমস্যা অনেকটা বেড়েছে। নদীতে ক্রমাগত চড়া পড়ে যাওয়ার কারণে ভাঁটার সময় নদী পারাপার করতে গিয়ে নরক যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে। শম্ভুনগর দ্বীপ থেকে রাধানগর হাইস্কুলে যাওয়ার জন্য অনেককেই প্রতিদিন এই খেয়া পারাপার করতে হয়। ভাঁটাতে জল অনেক নিচে থাকলে এই কাদা ভেঙে যাওয়ার সময় বিপদও ঘটে।
advertisement
তবে আশার কথা শুনিয়েছেন গোসাবার বিডিও। তিনি বললেন, দীর্ঘদিন ধরেই এই খেয়ার সমস্যা রয়েছে। সম্প্রতি প্রশাসনিক স্তরে এখানে সুদীর্ঘ জেটি-সহ সংলগ্ন নদী বাঁধ মেরামতির কাজের সম্মতি মিলেছে। আনুমানিক ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। অর্থ বরাদ্দ হলেই দ্রুত টেন্ডার সম্পন্ন করে কাজ শুরু হয়ে যাবে। (তথ্য ছবি সুমন সাহা)