Darjeeling: স্বপ্নের মতো সুন্দর, সাজানো গ্রাম! ঘরের পর্দা সরালে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা, চিনে নিন 'এই' পাহাড়ি হ্যামলেট
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling Offbeat Village: দু’তিন দিনের ছুটিতে মোক্তান ভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা। কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির কোলে সময় কাটানো, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, আর চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা— এটাই পুজোর ছুটিকে করে তুলতে পারে স্মরণীয়।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দুর্গাপুজোর ছুটি মানেই শহরের কোলাহল থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কেউ দার্জিলিং, কেউ গ্যাংটক আবার কেউ বা সিকিমের পাহাড়ে বুকিং সেরে ফেলেছেন অনেক আগেই। তবে বাজেট হাতে কম আর ভিড় এড়িয়ে যদি প্রকৃতির কাছাকাছি কয়েকটা দিন কাটানোর ইচ্ছে থাকে, তবে বিকল্প হতে পারে দার্জিলিংয়ের ছোট্ট গ্রাম মোক্তান।
advertisement
*৬৫০০ ফুট উচ্চতায় সবুজ অরণ্য আর চা-বাগানে ঘেরা এই গ্রাম এখন অফবিট ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় গন্তব্য। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। গাড়িভাড়া ৩৫০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে। আবার দার্জিলিং থেকেও পৌঁছে যাওয়া যায় সহজেই, মাত্র ১৪ কিমির এক অফরোড ড্রাইভের মধ্যেই মিলবে অন্যরকম অভিজ্ঞতা। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে এটি বাড়তি রোমাঞ্চের।
advertisement
*এখানকার অন্যতম আকর্ষণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। অনেক হোমস্টে থেকেই দেখা যায় পাহাড়ি রূপের এই মহিমা। সকালের আলো কিংবা গোধূলি নামা— প্রত্যেকটি মুহূর্তে আলাদা আবহ। কাছেই ঘুরে নেওয়া যায় টাইগার হিল, জাপানিজ টেম্পল, বাতাসিয়া লুপ, হ্যাপি ভ্যালি টি এস্টেট-সহ দার্জিলিংয়ের একাধিক দর্শনীয় স্থান। চাইলে বিজনবাড়িও ঘুরে দেখা যায়।
advertisement
advertisement
advertisement









