#লালগড়:লালগড়ের জঙ্গলে আচমকা হাতির আক্রমণে জখম ২৷ বুধবার রাতে জঙ্গলে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছিলেন বনকর্মীরা৷ তাদের সঙ্গে ছিল বনসুরক্ষা কমিটিও৷সেই সময়ই আচমকা কয়েকটি হাতি তেড়ে আসে৷ হাতির আক্রমনে জখম হয় দুই বনকর্মী৷ তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।