Jhargram News : পেটের জ্বালা, বড় বালাই! রাতের অন্ধকারে আটা লুঠ করল রামলাল, চেনেন কি তাকে

Last Updated:

Elephant Attack: পেটের জ্বালা মেটাতে জঙ্গল থেকে বেরিয়ে আটা মিলে হানা দিল রামলাল। আর রামলালকে দেখে গাড়ি ছেড়ে পালিয়ে গেল গাড়ির চালক ও খালাসী।

+
মাঝেমধ্যে

মাঝেমধ্যে রামলালকে দেখা যায় লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার ৫ নম্বর রাজ্য সড়কের উপর জঙ্গল থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে

ঝাড়গ্রাম: পেটের জ্বালা, বড় বালাই। কথাটা আক্ষরিক অর্থে একদমই ঠিক। কারণ রাতের অন্ধকারে গায়ের জোর দেখিয়ে আটা মিলের আটা লুট করে খেলআস্ত লুটেরা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আটা মিলের কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মচারী সকলেই। কারও বিন্দুমাত্র সাহস হল না আটা লুটেরাকে রুখে দেওয়ার। কারণ তার শক্তির কাছে সকলেই নগণ্য।
অবশ্যই জানতে ইচ্ছে করছে কে এই আটা লুটেরা। আটা লুটেরাকে সকলে রামলাল নামে চেনে। রামলাল হল জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি। শান্ত স্বভাবের ধীরগতিতে হাঁটাচলা করে এই রামলাল।
জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি
advertisement
জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি
advertisement
কিন্তু খিদে পেলেই তখন সে আর নিজের খিদের জ্বালা আটকাতে পারে না। খিদেমেটানোর জন্য কখনও কারও বাড়িতে হানা দেয়, কখনও আবার জাতীয় সড়ক বা রাজ্য সড়ক আটকে চলমান গাড়ি থেকে খাবার সন্ধান করে।
advertisement
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে খিদার জ্বালা সহ্য না করতে পেরে জঙ্গল থেকে বেরিয়ে আটা মিলে হানা দেয় রামলাল। ঝাড়গ্রাম থানার অন্তর্গত গাড়রো এলাকার একটি আটা মিলের দরজা ঠেলে ঢুকে পড়ে রামলাল। ভেতরে তখন আটা বোঝায় হচ্ছিল লরিতে। রামলালকে দেখে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায় গাড়ি চালক খালাসি। আর এই ফাঁকে আটা বস্তা নামিয়ে দেদার আটা খায় রামলাল।
advertisement
রামলাল এর এই ধরনের আচরণ এই প্রথম নয়। মাঝেমধ্যে রামলালকে দেখা যায় লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার ৫ নম্বর রাজ্য সড়কের উপর জঙ্গল থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলমান গাড়িতে শুঁড় গলিয়ে খাবারের সন্ধান করতে থাকে রামলাল। যতক্ষণ না পর্যন্ত সে খাবার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কান্ড চালাতে থাকে। কিন্তু রামলাল কখনও মানুষের উপর সাধারণত আক্রমণ করে না। তার পেটের জ্বালা মিটলেই সে শান্ত হয়ে জঙ্গলে ফিরে যায়।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : পেটের জ্বালা, বড় বালাই! রাতের অন্ধকারে আটা লুঠ করল রামলাল, চেনেন কি তাকে
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement