Picnic Spot Near Kolkata: এই শীতের পিকনিক স্পট এখনও ঠিক হয়নি, কলকাতার খুব কাছেই দারুণ এই জায়গা, রইল সুলুকসন্ধান

Last Updated:
Picnic Spot Near Kolkata: পিকনিকের মরশুমে কলকাতার কাছেই সেরা গন্তব্য রূপনারায়ণ নদীর পাড়
1/5
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত প্রানিত্রাস! সাহিত্যিকের বসতবাড়ি, পুকুর এবং তার ব্যবহারের জিনিস ভীষণ আকর্ষণ করে আপামর বাঙালির মন। রূপনারায়ণ নদীর কোলে প্রাকৃতিক সৌন্দর্য। সারা বছর কলকাতা ও জেলা থেকেও বহু মানুষ আসেন।
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত প্রানিত্রাস! সাহিত্যিকের বসতবাড়ি, পুকুর এবং তার ব্যবহারের জিনিস ভীষণ আকর্ষণ করে আপামর বাঙালির মন। রূপনারায়ণ নদীর কোলে প্রাকৃতিক সৌন্দর্য। সারা বছর কলকাতা ও জেলা থেকেও বহু মানুষ আসেন।
advertisement
2/5
দুর্গাপুজোর পর থেকে একটানা কয়েক মাস পিকনিকের মরশুমে সর্বাধিক মানুষের ভিড় জমে। শীতের সময় গায়ে রোদ মেখে নদীর জল কেলি, নদীর বুকে ভেসে বেড়াচ্ছে নৌকা। নদীর সৌন্দরও নদী কোলের ফসোলি চাষের জমি , সব মিলিয়ে এই স্থান ভীষণভাবে আকৃষ্ট করে মানুষের মন।
দুর্গাপুজোর পর থেকে একটানা কয়েক মাস পিকনিকের মরশুমে সর্বাধিক মানুষের ভিড় জমে। শীতের সময় গায়ে রোদ মেখে নদীর জল কেলি, নদীর বুকে ভেসে বেড়াচ্ছে নৌকা। নদীর সৌন্দরও নদী কোলের ফসোলি চাষের জমি , সব মিলিয়ে এই স্থান ভীষণভাবে আকৃষ্ট করে মানুষের মন।
advertisement
3/5
এখানের প্রধান আকর্ষণ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি। যে বাড়ির জানালা থেকে রূপনারায়ন নদীর সৌন্দর্য উপভোগ করতেন সাহিত্যিক। এই শীতের মরশুমে রূপনারায়ণ নদী পাড়ে সর্বাধিক মানুষের ভিড় জমে। অল্প সময়েই মিলবে মানসিক শান্তি।
এখানের প্রধান আকর্ষণ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি। যে বাড়ির জানালা থেকে রূপনারায়ন নদীর সৌন্দর্য উপভোগ করতেন সাহিত্যিক। এই শীতের মরশুমে রূপনারায়ণ নদী পাড়ে সর্বাধিক মানুষের ভিড় জমে। অল্প সময়েই মিলবে মানসিক শান্তি।
advertisement
4/5
পিকনিকের মরশুমে হাওড়া-কলকাতার মানুষের সেরা ঠিকানা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িতে এই স্থান। প্রতিদিন মানুষ এখানে ভিড় জমায়। আইসক্রিম ঝালমুড়ি ডাব মোমো সহ খাবারের স্থায়ী-অস্থায়ী বেশ কিছু দোকান গড়ে উঠেছে। রবিবার ও ছুটির দিনগুলিতে প্রচুর মানুষের সমাগম ঘটে।
পিকনিকের মরশুমে হাওড়া-কলকাতার মানুষের সেরা ঠিকানা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িতে এই স্থান। প্রতিদিন মানুষ এখানে ভিড় জমায়। আইসক্রিম ঝালমুড়ি ডাব মোমো সহ খাবারের স্থায়ী-অস্থায়ী বেশ কিছু দোকান গড়ে উঠেছে। রবিবার ও ছুটির দিনগুলিতে প্রচুর মানুষের সমাগম ঘটে।
advertisement
5/5
স্থানীয় পঞ্চায়েত এর পক্ষ থেকে বসার জায়গা আলোর ব্যবস্থা করা হয়েছে। গরমের সময় বিকেলে মানুষের ভিড় জমে। আর এই শীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষ আসেন। সহজ যোগাযোগ ব্যবস্থা, ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলটি থেকে কয়েক মিনিটে টোটো ও অটোয় পৌঁছান যায়।
স্থানীয় পঞ্চায়েত এর পক্ষ থেকে বসার জায়গা আলোর ব্যবস্থা করা হয়েছে। গরমের সময় বিকেলে মানুষের ভিড় জমে। আর এই শীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষ আসেন। সহজ যোগাযোগ ব্যবস্থা, ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলটি থেকে কয়েক মিনিটে টোটো ও অটোয় পৌঁছান যায়।
advertisement
advertisement
advertisement